শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৬:৪২:০৪

দলের অনেকে মেসির সঙ্গে ঠিকমতো মিশে না, আসল গোমর ফাঁস করলেন সাম্পাওলি!

দলের অনেকে মেসির সঙ্গে ঠিকমতো মিশে না, আসল গোমর ফাঁস করলেন সাম্পাওলি!

স্পোর্টস ডেস্ক: দলের অনেকে মেসির সঙ্গে ঠিকমতো মিশে না, আসল গোমর ফাঁস করলেন সাম্পাওলি! ক্রোয়েশিয়ার কাছে বৃহস্পতিবার ৩-০ গোলে পরাজয় এবং বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়ার অনিশ্চয়তায় আর্জেন্টাইনরা একই সঙ্গে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ।

ম্যাচটির পর থেকে আর্জেন্টিনার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেশের সাবেক ফুটবল তারকা, ধারাভাষ্যকারসহ আপামর জনসাধারণ দলের সেরা তারকা মেসি ও কোচ সাম্পওলির ওপর ব্যাপক ক্ষোভ দেখিয়েছেন।

১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মিডফিল্ডার অসি আরডাইলের মতে, এবারের আর্জেন্টিনা তাদের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দল।

মূলত ক্ষোভ প্রকাশ শুরু হয়েছিল ম্যাচশেষের পর পরই। ক্রোয়েশিয়ার কাছে এমন বিপর্যয়ের পর বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছিলেন আর্জেন্টাইন কোচ হর্হে সাম্পাওলি। সাংবাদিকদের থেকে আসা নানা প্রশ্নের নির্বাচিত অংশ তুলে ধরা হল-

আর্জেন্টিনার চার কোটি মানুষ এই হারে আপনাকেই দায়ী করছেন?
সাম্পাওলি : সেটিই স্বাভাবিক। আমি নিজে দায় স্বীকারও করছি। আমিই দায়ী। ম্যাচসংক্রান্ত সব সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম।

অথচ আপনার দলে মেসি নামের বিশ্বসেরা একজন ফুটবলার আছেন।
সাম্পাওলি : বাস্তবকে স্বীকার করে নেওয়াই ভালো। আমাদের এই দলটায় মেসির সঙ্গে তালমিলিয়ে খেলার লোকের অভাব আছে। যে কারণে মেসির খেলাও সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ওকে যথার্থ সঙ্গ দেয়ার মতো লোক পাওয়া যায়নি। তা ছাড়া এই দলে এসে কিছু ফুটবলার মানিয়ে নিতেও পারেনি।

মানিয়ে নিতে পারেনি বলতে?
সাম্পাওলি : অনেকে আবার মেসির সঙ্গে ঠিকমতো মেশে না। তাই দলে সমন্বয়হীনতার বড় অভাব দেখা যাচ্ছে।

এভাবে যে ৩-০ তে হেরে যাবেন আপনি নিজে কি তা ভেবেছিলেন?
সাম্পাওলি : সত্যিই ভাবিনি। অনেক আশা নিয়ে মাঠে গিয়েছিলাম। তাই এ হারের পর ভীষণ কষ্ট হচ্ছে।

আসল সমস্যাটা কোথায়?
সাম্পাওলি : ওই যে বললাম সমন্বয়হীনতা। আসল সমস্যাটাই হল- বোঝাপড়ার অভাব।

এই ম্যাচে কী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন মেসিরা?
সাম্পাওলি : একটা পরিকল্পনাতো নিশ্চয়ই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে- সেটি ভুল ছিল। অন্য পরিকল্পনা নিলে হয়তো ফল ভালো হতো।

এ হারে গোলরক্ষকের ভুমিকা কি বেশি?
সাম্পাওলি : আমার মনে হয় না এই হারের সব দায়িত্ব আমাদের গোলরক্ষক কাবালেরোর ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে। ভুল তো হতেই পারে।

ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা?
সাম্পাওলি : ভেবেছিলাম আমরা প্রথম থেকেই ক্রোয়েশিয়ার ওপর চাপ সৃষ্টি করব, সেটি হয়নি। তার ওপর প্রথম গোলের পর পুরো দলটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল।

দল নিয়ে আপনি কি সন্তষ্ট ছিলেন?
সাম্পাওলি : আমার কাছে দলের সব ফুটবলারই অসম্ভব মূল্যবান। এখনও বলছি, দলটা ভালো। কিন্তু ম্যাচের সময় কখনও ওরা নিজেদের একসুরে বাঁধতে পারেনি।

নিজের দেশের ভক্তদের প্রতি আপনার কোনো বার্তা আছে?
সাম্পাওলি : কী আর বলব! বিশেষ করে যারা কষ্ট করে আর্জেন্টিনা থেকে এসেছেন, তাদের কথা ভাবলে খুব খারাপ লাগছে। ওরা যে মানের ফুটবল আমাদের কাছে প্রত্যাশা করেছিলেন, তা পূরণ করতে পারিনি বলে। কোচ হিসেবে এত খারাপ অভিজ্ঞতা কখনও আমার হয়নি।

আর কোনো আশা দেখছেন?
সাম্পাওলি : আপাতত আমাদের হাতে কোনো বিকল্পই হয়তো পড়ে থাকল না। এখন দেখতে হবে অন্য দল কী করে। অন্যদের ফলের ওপর ভিত্তি করে যদি কোনো সম্ভাবনা তৈরি হয়। আর শেষ সুযোগ পেলে আমাদের চেষ্টা করতে হবে নিজেদের উজাড় করে দেওয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে