শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৭:২০:৪৯

যে চ্যানেলগুলি দেখাবে উইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচ

যে চ্যানেলগুলি দেখাবে উইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ উইন্ডিজ। আগামী জুলাই মাস থেকে শুরু হবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ। ১ মাসের পূর্নাং সিরিজে থাকবে ওয়ানডে, টেস্ট এবং টি-২০।

এই সিরিজে খেলতে বাংলাদেশ দলের সবাই গেলেও যাননি সাকিব আল হাসান। ঈদ করতে স্ত্রী সন্তান সহ নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখান থেকে নতুন কোচের অধীনে টাইগারদের অনুশীলনে তার যোগ দেয়ার কথা থাকলেও পরে আর দেশে ফিরেন তিনি সাকিব। ৪ তারিখ টেস্ট সিরিজ দিয়ে দুই দলের মধ্যকার লড়াই শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও ৩টি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ এবং উইন্ডিজরা।

এই সিরিজের সবগুলো ম্যাচ সম্প্রাচারিত করবে সনি সিক্স এবং সনি সিক্স এইচডি। এই দুটি চ্যানেল ছাড়াও ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস, উইলো টিভি এবং স্টার ক্রিকেটে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে