রবিবার, ২৪ জুন, ২০১৮, ১১:০৪:৫৭

ধারাভাষ্যে তখন বলা হচ্ছিল ক্লিয়ার পেনাল্টি, কিন্তু মাঠের রেফারি সেসবের ধার ধারলেন না

ধারাভাষ্যে তখন বলা হচ্ছিল ক্লিয়ার পেনাল্টি, কিন্তু মাঠের রেফারি সেসবের ধার ধারলেন না

স্পোর্টস ডেস্ক: ম্যাচের তথন ১৪তম মিনিটের খেলা চলছে। সু্ডিশ ফরোয়ার্ড বার্গ বল নিয়ে ছুটছেন। সামনে শুধু গোলকিপার। পেছনে তিনজন জার্মান তারকা দৌড়াচ্ছেন যার মধ্যে শুধু বোয়াটেং ছিল ঘাঁ ঘেষে। নিশ্চিত গোলের দিকে যখন যাচ্ছেন বার্গ তখনই পা এবং হাত দুটোই ব্যবহার করে বার্গকে পেনাল্টি বক্সের ভেতরে ফেলে দেন জার্মান ডিফেন্ডার বোয়াটেং।

ধারাভাষ্যে তখন বলা হচ্ছিল ক্লিয়ার পেনাল্টি। কিন্তু মাঠের রেফারি সেসবের ধার ধারলেন না। পেনাল্টিতো দিলেনই না এমনকি ভিডিও রেফারির সাহায্যও চাননি এই রেফারি। আর এই থেকে একটি নিশ্চিত গোল হারায় সুইডেন।

তবে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় সু্ইডেন। ওলা তুইবুনেন এর গোলে ম্যাচের ৩২ মিনিটে প্রথম লিড পায় সু্‌ইডেন। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল সুইডেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই মার্কো রিউসের গোলে সমতায় ফিরে জার্মানী। এরপর একের পর এক আক্রমন করেও গোল পাচ্ছিলোনা জার্মানী। জার্মান শিবিরে তখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা। এরমধ্যে ম্যাচের ৮২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বোয়াটেং। ১০ জনের জার্মানী তখনো আক্রমনে। একের পর এক গোল মিসের খেসারত বিদায়ের না দিতে হয় এই শঙ্কায় তখন জার্মানী।

তবে ম্যাচের ৯৫ মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত এক ফ্রিকিক গোলে সব শঙ্কা উড়িয়ে জয় পায় জার্মানী। ডি বক্সের বা দিক থেকে বুদ্ধিদিপ্ত এক ফ্রিকিকে ম্যাচের ৯৫ মিনিটে জার্মানীর জয় নিশ্চিত করে এই মিডফিল্ডার।

জার্মান শিবিরে তখন উচ্ছাস। আর সুইডিশ শিবিরে পেনাল্টি না পাওয়ার হতাশা তখন যেন আরো বেশি করে চেপে বসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে