সোমবার, ২৫ জুন, ২০১৮, ১২:১২:৫৬

লজ্জাজনক হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

লজ্জাজনক হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ বাদে যে অস্ট্রেলিয়া দল কি সেটা হাড়ে হাড়ে টের পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রয়্যাল লন্ডন সিরিজে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১ উইকেটে হেরে লজ্জাজনক হোয়াইটওয়াশ হতে হলো অস্ট্রেলিয়াকে।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ২০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২০৫ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ছোটো লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়েন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশেষ করে স্ট্যানলেক ও রিচার্ডসন চেপে ধরেন ইংলিশ ব্যাটিং অর্ডারকে। ইংল্যান্ডের ইনিংস একাই ব্যাট হাতে টেনেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ৫৬, অ্যালেক্স ক্যারির ৪৪ ও ডি আর্কি শর্টের ৪৭ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায়। মূলত অস্ট্রেলিয়ার রানের চাকা আটকে রেখেছেন মঈন আলী ও স্যাম কুরানরা। মঈন একাই শিকার করেছেন ৪ উইকেট। স্যাম কুরান নিয়েছেন ২ টি উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন লিয়াম প্লাংকেট ও আদিল রশিদ। 

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। নিয়মিত উইকেট হারানোর পরেও শেষ পর্যন্ত জস বাটলারের ১১০ রানের ইনিংসে জয়ের দেখা পায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে এই ম্যাচে ১ উইকেটে হারায় ইংল্যান্ড। এই ম্যাচ হেরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হয় ইংল্যান্ডকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে