সোমবার, ২৫ জুন, ২০১৮, ০১:৪৩:২০

বিরক্ত সালাহ

বিরক্ত সালাহ

স্পোর্টস ডেস্ক: আফ্রিকা মহাদেশের ছোট একটি দেশ মিশর। ফুটবলে বিশ্বকাপে চান্স পেলেও তেমন ভাল কিছুউ করতে পারেনি মিশর। এবার তাদের আশা ছিল অন্তত নক-আউট পর্বে যাবে মিশর। কিন্তু সে আশায় গুড়ে বালি। ৯০ মিনিতের এই গোল বলের খেলায় হেরে গেছে মিশর।তাই বিশ্বকাপের প্রথম ধাপ থেকেই বিয়াদায় নিয়েছে মিশর। বিরক্ত সালাহ।

তবে মিশরের অন্যতম খেলোয়ার মোহাম্মদ সালাহ। মেসির মত ক্লাব ক্যরিয়ের তার নাম বেশ উজ্জ্বল। এবার বিশেকাপের আগে চোট পাওয়ার কারনে মিশরের প্রথম ম্যাচে নামতে পারেনি মোহাম্মদ সালাহ। কিন্তু পরের ম্যাচে নামেন। গোল ও করেন কিন্তু দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারেননি।

রাশিয়ার এসে মোহাম্মদ সালাহকে চেচনিয়ার সম্মান আর সেখানকার নেতা রমজান কাদিরভের সাথে তার ছবি এটা নিয়ে কম সমালোচনা হয়নি। আবার মোহাম্মসদ সালাকে চেচনিয়ার নাগরিকত্ব প্রদান নিয়ে ফুলে ফেপে উঠে গোটা বিশ্ব। কিন্তু সালাহ জানিয়েদিলেন তিনি কারো রাজনৈতিক গুটির হাতিয়ার হিসাবে ব্যবহার হতে চান না। মোহাম্মদ সালাহকে শুক্রবার বিদায় সংবর্ধনা দিয়েছে কাদিরভ। তবে সালাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। মিশরের জাতীয় দলের হয়ে আর খেলবেন না সালাহ।

তবে এটা সালাহর দলের ব্যার্থতার জন্য নয়। রাজনৈোতিক কারনেই বিশ্বফুটবল থেকে বিদায়ের কথা ভাবছেন সালাহ। সালাহ বলেন, প্রয়োজন হলে তিনি মিশরের জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে