মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ০১:১২:৫২

বিশ্বকাপের এ আসরে অবসরের ঘোষনা দিয়েছেন যারা!

বিশ্বকাপের এ আসরে অবসরের ঘোষনা দিয়েছেন যারা!

স্পোর্টস ডেস্ক:  অঘটনের বিশ্বকাপের বিদায় ঘন্টা কড়া নাড়ছে। গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল শেষ করে আগামীকাল শুরু হবে শেষ চারের খেলা।

শেষ চার থেকে দুই দল অংশ নিবে ফাইনালে। এবারের বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ফেবারিট সব দল।

দলগুলোর বিদায়ের সাথে সাথে অনেক খেলোয়ার নিজেদের ক্যারিয়ারের ইতি টেনেছেন ব্যর্থতায়।

স্প্যানিশ কিংবদন্তী তারকা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা রাশিয়ার কাছে শোচনীয় হারের পর বিদায়ের ঘোষনা দেন। তিনি এসময় বলেন, ‘সবকিছুরই শুরু এবং শেষ আছে। এটা সবসময় সম্ভব হয় না যেমন বিদায় আপনি চান ঠিক তেমনটি ঘটবে।’

অবসরের ঘোষনা দিয়েছেন মেক্সিকান তারকা ফুটবলার রাফায়েল মার্কুইজ। তিনি অবসর নিয়ে বলেন, ‘কিছুটা দিন আমি অবশ্যই স্বাধীনভাবে থাকতে চাই আর উপভোগ করতে চাই। তবে ভবিষ্যৎ এ অবশ্যই ফুটবলের সাথেই থাকবো।’

অঘটনের শিকার হয়েছেন আর্জেন্টাইন শিবির ও। তাদের অঘটনে অবসরের ঘোষনা দিয়েছেন জাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘এখন বিদায় বলার সময় এসেছে। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান দলের ছেলেরা অসাধারন এবং তারা ভবিষ্যৎ এ কিছু অর্জন করতে পারবে।’

এশিয়ার সৌন্দর্য খ্যাত জাপান এবারের বিশ্বকাপে অসাধারন নৈপূন্য দেখিয়েছে। তাদের দল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন কেইসুকে হোন্ডা। তিনি বলেন, ‘আমাদের দারুন কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। জাপানের ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করার কাজ এখন তাদের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে