বুধবার, ১১ জুলাই, ২০১৮, ০২:২৭:৫৭

বাংলাদেশের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত

বাংলাদেশের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৮ আসরের বাছাইপর্বে দুর্দান্ত শুরুর পর টানা তিন জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৩৯ রানে অল-আউট করার পর ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত।

এর ফলে সেমিফাইনাল বাধায় প্রতিপক্ষ হিসেবে গ্রুপ ‘বি’ রানার-আপ স্কটল্যান্ড নারী দলকে সামনে পাচ্ছে উড়ন্ত ফর্মে থাকা বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আরেক সেমি-ফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন আইরিশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’ রানার-আপ পাপুয়া নিউগিনি নারী ক্রিকেট দল।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলগুলো মাঠে নামবে বৃহস্পতিবার অর্থাৎ ১২ই জুলাই। যেখানে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময়ানুযায়ী বিকাল ৪টায় আইরিশ নারীরা লড়বে নিউগিনির বিপক্ষে আর রাত ৮টায় সালমারা মুখোমুখি হবে স্কটিশ নারীদের।

প্রসঙ্গত, গ্রুপ পর্বের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ নারী দল জয় পেয়েছে তাদের তিন ম্যাচের সবকয়টি ম্যাচেই। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে আটকানোর পর ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় রুমানা-সালমারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৪২ রানে অল-আউট করার পর ৭ উইকেটের জয় আর শেষ ম্যাচে গতকাল আরব আমিরাতকে মাত্র ৩৯ রানে অল-আউট করে ৮ উইকেটের বড় ব্যবধানের জয়ের স্বাদ পায় বাঘিনীরা।

অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটের জয়ের পর আইরিশদের কাছে ৮ উইকেটের পরাজয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ৩ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্কটিশ মেয়েরা।

উল্লেখ্য, স্কটল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার সেমিফাইনাল বাধা টপকাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে বাঘিনীদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের টিকিট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে