বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ১১:৪৭:০৩

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১১ রান তুলতেই ৫টি উইকেট নেই

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১১ রান তুলতেই ৫টি উইকেট  নেই

স্পোর্টস ডেস্ক: চারদিনের অলিখিত টেস্ট ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে আজ সকালে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো বাংলাদেশ 'এ' দল। কিন্তু লঙ্কানদের থেকে ৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেই বড় ধরণের বিপদের সম্মুখীন হতে হয়েছে স্বাগতিকদের।

স্কোরবোর্ডে মাত্র ১১ রান তুলতেই ৫টি উইকেট নেই। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ 'এ' দলের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৭৫ রান। ক্রিজে সাইফ হাসান ৪ এবং সানজামুল ইসলাম ৭ রান নিয়ে ব্যাট করছেন।

এদিন বিপর্যয়ের শুরুটা হয়েছিলো মূলত আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মিজানুর রহমানকে দিয়ে। ১২ রান নিয়ে খেলতে নেমে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন তিনি আজ। আউট হয়েছে প্রবাথ জয়সুরিয়ার দারুণ একটি বলে।

মিজানুর ফেরার পরেই যেন শুরু হয় ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিল। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ওপেনার সৌম্য সরকারও। গত ইনিংসে ১৪ রান করা সৌম্য এই ইনিংসেও খুব বেশি এগোতে পারেননি। আউট হয়েছেন মাত্র ২৮ রান করে।

এরপর একে একে ফিরতে হয়েছে জাকির হোসেন, মোহাম্মদ মিথুন এবং আফিফ হোসেনকেও। ফলে ১ উইকেট দারুণভাবে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ রাতারাতি বিপদের মুখে পড়ে যায়।

বাংলাদেশ শিবিরে মূলত ধ্বস নামানোর কাজটি করেছেন দুই স্পিনার মালিন্দা পুস্পকুমারা এবং প্রবাথ জয়সুরিয়া। এই দুই স্পিনারের ঘূর্ণি বোলিংয়ের সামনে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের।

আগের দিন পুস্পকুমারার শিকার হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। আর আজ খেলতে নেমে জাকির, অধিনায়ক মিথুন এবং আফিফের উইকেট তিনটি তুলে নিয়েছেন তিনি। অপরদিকে সৌম্য এবং মিজানুরকে ফিরিয়েছেন জয়সুরিয়া। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসেও দারুণ সফল ছিলেন এই দুই স্পিনার। উভয়েই ৩ উইকেট শিকার করে বাংলাদেশকে অলআউট করে দিয়েছিলেন মাত্র ১৬৭ রানের মাথায়।

টাইগারদের পক্ষে সানজামুল ইসলাম ৪১ এবং জাকির হোসেন ৪২ রান করলেও বাকি ব্যাটসম্যানেরা সেভাবে রান করে পারেননি সেই ইনিংসে। পরবর্তীতে খেলতে নেমে শিহান জয়সুরিয়ার অনবদ্য এক সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিন ৩১২ রান সংগ্রহ করেছিলো লঙ্কানরা।

জয়সুরিয়া ছাড়াও ৬০ রানের দায়িত্বশীল আরেকটি ইনিংস খেলেছেন আশান শাম্মু। বাংলাদেশের হয়ে অবশ্য দারুণ বোলিং করেছিলেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। ৪৪ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। আর স্পিনার সানজামুল তুলে নিয়েছিলেন ১০৪ রানে ৪টি উইকেট।

১৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম এবং সৌম্য সরকারের ব্যাটে বিনা উইকেটে ৩৭ রান তুলেছিলো বাংলাদেশ। কিন্তু ১৯ রান করে সাদমান আউট হলে এই জুটি ভাঙ্গে। এরপর অবশ্য আর উইকেট না হারিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ 'এ' দল।

বাংলাদেশ ‘এ’ দল একাদশ:

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, সাইফ হাসান, জাকির হোসাইন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশ:

লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, সাদিরা সামারাবিক্রমা, আসান শাম্মু, চারিথ আসালাঙ্কা, মনোজ শরৎচন্দ্র (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, শিহান মাদুশাঙ্কা, মালিন্দা পুষ্পকুমারা, আসান প্রিয়ঞ্জন ও বিশ্ব ফার্নান্ডো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে