বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ০৮:০২:৫১

বিপিএলে দলের সংখ্যা বাড়বে!

বিপিএলে দলের সংখ্যা বাড়বে!

স্পোর্টস ডেস্কঃ বিপিএলের ২০১৭ সালের আসরে দলের সংখ্যা ছিল ৭। এবার সেই সংখ্যা বেড়ে যাচ্ছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। বিপিএলের প্রথম আসরে নেয়া দূরন্ত রাজশাহী গেল আসরে বাদ পড়ে যায়। এর পেছনে মুল কারণ ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আর্থিক লেনদেনে অনিয়ম।

বিপিএলের কর্তা ব্যক্তিরা একাধিক বার দূরন্ত রাজশাহীর কর্তাদের লিখিত নোটিশ দেবার পরও তারা পাওনা মেটায়নি। এমনকি নিলামে কেনা ক্রিকেটারদের বকেয়া পাওনা নিয়েও ক্রিকেটারদের অভিযোগ জমা হয়েছিল। কিন্তু রাজশাহীর কর্তারা কর্ণপাত করেনি সেসব নোটিশের। এছাড়াও আইন ভাঙ্গার আরো আইন অভিযোগ ছিল রাজশাহীর বিরুদ্ধে। যে কারণে বিপিএল কর্তারা আইন মেনে গেল আসরে রাজশাহীকে বাদ রেখেই বিপিএল আয়োজন করে।

কিন্তু এবার আর গেল আসরের ৭ দল নয়, বেড়ে তা ৮ হতে যাচ্ছে বলে জানা গেছে। রাজশাহী কর্তারাদের সঙ্গে একাধিক বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে ঐ সূত্রটি জানিয়েছে। আগামী বিপিএল আসরে ৮ দল নিয়ে সিডিউল তৈরি হবে বলে জানা গেছে। বিপিএল নতুন আসরের ৮ দল- ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে