বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ১১:১৪:১৭

বাঘিনীরা আজ দেখিয়ে দিল ক্রিকেট খেলা কত প্রকার ও কী কী!

বাঘিনীরা আজ দেখিয়ে দিল ক্রিকেট খেলা কত প্রকার ও কী কী!

স্পোর্টস ডেস্ক: বিগত কয়েকদিন ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ জয় ও আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর পর বাঘিনীদের ধারাবাহিক ফর্ম অব্যাহত থেকেছে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বেও, আজ দেখিয়ে দিল ক্রিকেট খেলা কত প্রকার ও কী কী!

দারুণ ছন্দে থাকা সেই বাঘিনীরা এবার নিশ্চিত করলেন বিশ্বকাপের টিকিট। বৃহস্পতিবার বাছাই পর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে সালমা খাতুনের দল পৌঁছে গেছে ফাইনালে। সেই সাথে নিশ্চিত হয়েছে আগামী টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণও।

নেদারল্যান্ডের আমস্টেলভিনে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে দারুণ শুরুর পরও নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। শামিমা সুলতানা ও আয়েশা আক্তার- ৬.৫ ওভারে দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫১ রান। অর্ধশত রানের জুটি গড়ার পর ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন ১৬ বলে ২২ রান করা শামিমা। সঙ্গীকে হারানোর তিন বল পর ব্যক্তিগত ২০ রানে আউট হয়ে যান আয়েশা আক্তারও। দুর্দান্ত শুরু এনে দিয়ে দুই ওপেনার আউট হয়ে গেলে ছন্দপতন ঘটে বাংলাদেশের। দ্রুততম সময়ের মধ্যে ফাহিমা, ফারজানা, রুমানাদের প্রতিপক্ষ শিবিরের বোলাররা সাজঘরে ফেরালে রান তোলার গতি কমে আসে বাঘিনীদের। একইসাথে বড় সংগ্রহের আশাও ম্লান হতে থাকে। শেষ পর্যন্ত নিগার সুলতানার অপরাজিত ৩৬ বলের ৩১ রানের সাথে সানজিদার ১৯ রানে চড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১২৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দলীয় ৮ রানে ওপেনার র‍্যাকেল স্কোলসকে হারান স্কটল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন সারাহ ব্রাইস ও ক্যাথরিন ব্রাইস। তবে দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার পরপরই এই দুজনের বিদায়ের পর খেই হারায় স্কটল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে একে একে সাজঘরে ফিরতে থাকেন স্কটিশ ব্যাটাররা। শেষপর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ স্কোর হয়ে থাকে সারাহর ৪৪ বলে ৩১ ও ক্যাথরিনের ২২ বলে ২১ রানের ইনিংস দুটিই। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭৬ রান। এতে বাংলাদেশ পায় ৪৯ রানের জয়।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, রুমানা ২টি করে এবং সালমা, ফাহিমা ১টি করে উইকেট লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে