শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ০৯:৩৬:১৭

সাবিনা পার্কে সাকিবদের শুরুটা মন্দের-ভাল, স্কোর ২৯৫/৪

সাবিনা পার্কে সাকিবদের শুরুটা মন্দের-ভাল, স্কোর ২৯৫/৪

স্পোর্টস ডেস্কঃ ৪৩ রানে প্রথম ইনিংস আর ১৪৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট! ২১৯ রান ও এক ইনিংসে হার! ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ স্বাভাবিক ভাবেই মানসিক লেভেলটা আকাশে ভেসে বেড়ানোর কথা। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরু আগে অতিথি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব বলেছিলেন ভাল কিছু করতে চান। 

সাবিনা পার্কের উইকেটে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দিন শেষে স্কোর বোর্ডে জমা করে ৪ উইকেটে ২৯৫। দ্বিতীয় টেস্টে সাকিবরা কিছুটা হলেও নিজেদের যোগ্যতা প্রমান করতে সফল হয়েছে। ১ম দিনেই স্কোর বোর্ডে আহামরি কোন রানের সংখ্যা বসাতে দেয়নি বাংলাদেশের বোলাররা। এটা অবশ্যই বাংলাদেশের বোলারদের কৃতিত্ব। 

মুলত বাংলাদেশের স্পিন বিভাগ আটকে দিতে সক্ষম হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের। বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে বিবেচনা করে প্রথম টেস্টের তুলানা করতে বলা হলে, বলতেই হবে ১ম দিনটা ছিল ‘মন্দের ভাল’। ১ম দিনে এক সেঞ্চুরি আর এক ফিফটি-ই ছিল স্বাগতিকদের ২৯৫ রানের মুল ভিত্তি। কাল দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ কতদূর যাবে সেটাই বড় বিষয়।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় রান ৯, ওপেনার স্মিথকে (২) স্পিনার মিরাজ মমিনুলের হাতে শিকার বানালে মনে হয়েছিল দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের চেপে ধরতে পারবে। অটুট থাকা ওপেনার ব্র্যাটওয়েট তখন ওয়ান ডাউনে নামা পাউয়েলের সঙ্গে জুটি বাঁধলেন। দলের রান ৫৯ যেতেই আবারো সেই মিরাজের স্পিন জাদু। 

২৯ রান করা পাউয়েলকে এলবি’র ফাঁদে ফেলে সাঁজ ঘরের পথ দেখালেন মিরাজ। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ওপেনার ব্র্যাটওয়েট সঙ্গী পেলেন হোপকে। ৭৯ রানে পার্টনারশীপও গড়ে ফেলে এই জুটি। টানা অনেকটা সময় অতিথি দলের পেস ও স্পিন বিভাগ মাথার ঘাম মাটিতে ফেলেও ভাঙ্গন ধরাতে পারেনি এই জুটির। 

অবশেষে এই জুটিকে ফেরালেন আরেক স্পিনার তাইজুল। ২৯ রানেই হোপকে নূরুল হাসানের তাুলতে বন্দি হতে বাধ্য করলেন তাইজুল। ওপেনার ব্র্যাটওয়েট এবার ৪র্থ জুটিতে মিডল অর্ডারের হিটমাইয়ারকে নিয়ে এগিয়ে চললেন। রুখে দেবার চেস্টা করলেন বাংলাদেশের  সকল পরিকল্পনা। 

দলীয় রান ১৬৪ অবদি টেনে নিয়ে গেলেন, তখণ চা বিরতির ঘোষনা আসে। ওপেনার ব্র্যাটওয়েট ৮১ রানে আর হিটমাইয়া ১৩ রানে ব্যাট করছিলেন। চার বিরিতর পর ৮টি বাউন্ডারি দিয়ে ২৫৯ বলে নিজের ৮ম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করে ফেলেন ওপেনার ব্র্যাটওয়েট। এরপরই ওয়েস্ট ইন্ডিজ পানি বিরতিতে যায়, স্কোর তখন ৩ উইকেটে ২৩০ রানে।

বাংলাদেশের কোন বোলারই সেঞ্চুরি করা এই ওপেনারকে থামানো পথ খুঁজে পাচ্ছিল না। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় ২৪৭ রানের মাথায় ওপেনার ব্র্যাটওয়েট ১১০ রানে থাকা অবস্থায় আঘাত হানলেন স্পিনান মিরাজ, ওপেনার ব্র্যাটওয়েট তাইজুলের হাতে বন্দি হলেন সফল হলেন বাংলাদেশী এই স্পিনার। 

১ম ইনিংসে মিরাজই সফল, একাই তিন উইকেট পকেটে ভরলেন। অন্যদিকে অপরাজিত হিটমাইয়ের সঙ্গী হলেন চ্যাসী। এই দুই ব্যাটসম্যানই দিনের শেষ সময়টা অবিবাহিত করেন দেন, হিটমাইয়ের ৮৪ আর চ্যাসী ১৬ রানে ব্যাট করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে