রবিবার, ১৫ জুলাই, ২০১৮, ১০:০৭:৫১

নারী টি২০ বিশ্বকাপের মূল পর্বের চূড়ান্ত সূচি প্রকাশ

নারী টি২০ বিশ্বকাপের মূল পর্বের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্কঃ  নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সম্প্রতি নারী টি২০ বিশ্বকাপের মূল পর্বের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ৯ নভেম্বর গায়ানায় টুর্নামেন্ট শুরুর দিন স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন সালমা-জাহানারারা।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ 'এ' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার মতো বড় দলগুলোর বিপক্ষে।

শনিবার বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে হেরে বাছাইপর্বের শিরোপা খুইয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বিশ্বকাপের মূল পর্বে তারা রয়েছে 'বি' গ্রুপে। আইরিশ মেয়েদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এদিকে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলছে। বাকি দুই দল বাছাই পর্ব খেলে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ বাছাই শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই নেদারল্যান্ডসে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এবার তাদের লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বের সেমিফাইনাল খেলা।

বাংলাদেশের ম্যাচের সূচিঃ

৯ নভেম্বর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (গায়ানা)
১২ নভেম্বর: বাংলাদেশ-ইংল্যান্ড (গ্রস আইসলেট)
১৪ নভেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (গ্রস আইসলেট)
১৮ নভেম্বর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা (গ্রস আইসলেট)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে