সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১২:৫৪:৪৮

দেখেনিন, কোন দল কয়বার বিশ্বকাপ জিতেছে

দেখেনিন, কোন দল কয়বার বিশ্বকাপ জিতেছে

স্পোর্টস ডেস্ক:  দীর্ঘ ২০ বছর পর শিরোপা আবারও নিজেদের করে নিলেন ফ্রান্স। রোববার লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার।

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তারা প্রথম শিরোপা জিতেছিল ১৯৫৮ সালে। এর পর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছিল।

ব্রাজিলের পর বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তারা জিতেছে ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে।

ইতালিও চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা জিতেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।

এ ছাড়া আর্জেন্টিনা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, ১৯৭৮ ও ১৯৮৬ সালে। তারা তিনবার রানার্সআপ হয়েছিল, ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে।

এ ছাড়া উরুগুয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়, ১৯৩০ ও ১৯৫০ সালে।

আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ১৯৬৬ ও স্পেন ২০১০ সালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে