সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৩:১২:৪৯

খেলার মাঠে ঢুকে পরার কারণ জানলেন সেই ৪ নারী পুরুষ

খেলার মাঠে ঢুকে পরার কারণ জানলেন সেই ৪ নারী পুরুষ

স্পোর্টস ডেস্ক:  আজ লুঝনিকি স্টেডিয়ামে উত্তেজনাকর বিশ্বকাপ ফাইনালের ৫৩ মিনিটে হঠাৎই বন্ধ করে দেওয়া হয় খেলা। কারণ নিরাপত্তার বেড়া টপকে মাঠে ঢুকে পড়েছিল ৪ দর্শক।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের সীমানার বাম দিক দিয়ে হঠাৎ তারা ঢুকে পড়ে। মাঠের পাশে গায়ে গায়ে মেশানো নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে তারা কীভাবে ঢুকলো বোঝা যায়নি। তারা মাঠে ঢোকার পরই খেলোয়াড়রাই প্রথমে পাকড়াও করে।

ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় তো মাঠে ঢোকা এক দর্শককে মাটিতে চেপে ধরেছিলেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে তাদের কোলে তুলে বের করে নেয়। এই ঘটনায় মিনিট দুয়েক খেলা বন্ধ ছিল।

পুসি রায়ট নামের একটি ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট থেকে এই ঘটনার দায় স্বীকার করে নেয় তারা। রাশিয়ায় নারীবাদী আন্দোলনের করা পুসি রায়টের ভাষ্য, এই ঘটনার ঘটিয়ে তারা তাদের রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়েছে। সেই সঙ্গে তারা ছয়টি দাবিও জানিয়েছে সরকারের কাছে। এই ঘটনায় ভিআইপি গ্যালারিতে বসেই দেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চারজনের দলে ছিলেন দুজন করে নারী-পুরুষ। সবার পরনেই ছিল কালো ট্রাউজার আর সাদা শার্ট। ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের পাশ দিয়ে মাঝমাঠে ঢুকে পড়ার পর এক নারীকে দেখা গেছে কিলিয়ান এমবাপের সঙ্গে হাই-ফাইভ করতে। 

তবে ক্রোয়েশিয়া খেলোয়াড়রা ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে নেননি। ডিফেন্ডার দেজান লভরেন তো বিরক্ত হয়ে ধাক্কায় দিয়ে বসেন তাদের একজনকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে