সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১০:০৮:৩৬

দেশম এখন ফরাসীদের জাতীয় বীর

দেশম এখন ফরাসীদের জাতীয় বীর

স্পোর্টস ডেস্কঃ ফরাসী অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন, এবার কোচ হিসেবেও ব্যর্থ হলেন না। দিদিয়ের দেশম ফরাসী ফুটবলের ইতিহাসে সোনালী অক্ষরে নাম লেখালেন। ফ্রান্স আজীবন মনে রাখবে  জাতীয় এই বীরকে।

শুরুতেই মনে হতে পারে, দিদিয়ের দেশমকে এ ধরনের একটি অপমানজনক ডাকনাম দেওয়ার মানেটা কী? আর যা–ই হোক, একজন তারকা ফুটবলারের ক্যারিয়ারে অবশ্যই ‘ওয়াটার ক্যারিয়ার’  ভালো নাম হতে পারে না! যে ব্যক্তি নামটি জন্ম দিয়েছেন, সেই এরিক ক্যান্টোনা অবশ্য পরে অনেকবার ব্যাখ্যা দিতে চেস্টা করেছেন। বলেছেন, ওয়াটার ক্যারিয়ার বলতে তিনি আক্ষরিক অর্থে ‘পানি বহনকারী’ বোঝাননি। মধ্যমাঠে দেশম দুদান্ত ও দক্ষতায় প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে নিজের সতীর্থদের দিতেন, ওটা দেখেই এই নাম।

নামটা ভালো-মন্দ যাই হউক না কেন, দেশম নিজের কাজটি ঠিক মতোই করে গেছেন। ফরাসী জার্সি গায়ে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন ১৯৯৮ সালে, এরপর তো দুই বছর পার করে ইউরোও জিতেছেন। ২০ বছর পার করে  িিতনিই আবার ফরাসীদের হাতে তুলে দিলেন বিশ্বকাপের ট্রফি। তবে এবার তিনি অধিনায়ক নন, কোচের রোল প্লে করেছেন। বিশ্ব ফুটবলে এতো দিন ধরে অধিনায়ক ও কোচের ভূমিকায় বিশ্বকাপ জেতার রেকর্ড একজনেরই ছিল। অধিনায়ক, খেলোয়াড় আর কোচের রোলে বিশ্বকাপ মঞ্চে জয় পেয়েছেন মাত্র দুজন।

বিশ্বকাপজয়ী অভিজাত সেই তালিকায় নাম লেখালেন এই সাবেক ফরাসি মিডফিল্ডারের। আগের দুই জন হলেন মারিও জাগালো ও ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। অধিনায়ক আর কোচের ভূমিকায়  তালিকা করা হলে থাকবেন কেবল বেকেনবাওয়ার। এতেই পরিষ্কার হয়ে যায়, কত বড় এক অর্জন দেশমের! তিনি ছিলেন ভীষণ একরোখা মানুষ। কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান না।তা নয় তো কি আর পল পগবাকে ২০১৪ বিশ্বকাপে একাদশ থেকে বাদ দিতে কাউকেই জিজ্ঞাসা করলেন না! ২০১৬ ইউরোতে মাঠে নামার আগে সুযোগ দিলেন স্যামুয়েল উমতিতিকে। 

বিশ্বকাপের দল থেকে বাদ দিতে দ্বিধা করেননি আরেক জনকে, তিনি হলেন ব্যক্তিগত জীবনে কেলেঙ্কারিতে জড়ানো করিম নজেমা। কোচের প্রতিটি কথায় খেলোয়াড়দের াশতভাগ আস্থা আছে। অধিনায়ক হুগো লরিসের কথায় তা স্পষ্ট। তিনি কোচ সম্পর্কে বলেন, ‘সব কৃতিত্ব তাঁরই (দেশম) পাওনা। পরিকল্পনা সব তিনিই করেন। আমাদের কাজ মাঠে তিনি যেভাবে বলেন, সেভাবে খেলা। এই সাফল্য তাঁরই। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত তিনি যা করেছেন, সবকিছুতেই সফল হয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে