সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৫:৩১:০৯

বিশ্বকাপ জিতে যে কারণে উরুগুয়ের পতাকা গায়ে নিয়ে ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজমানের সংবাদ সম্মেলন

বিশ্বকাপ জিতে যে কারণে উরুগুয়ের পতাকা গায়ে নিয়ে ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজমানের সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্কঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাশিয়া বিশ্বকাপ জিতে নিল ফ্রান্স। নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মহোৎসব চলল স্টেডিয়াম থেকে ড্রেসিংরুম পর্যন্ত। চলল এমবাপে-গ্রিজুদের বিজয় উৎসব। বাদ পড়ল না সাংবাদিক সম্মেলনও। কোচ দেশ্যমের সাংবাদিক সন্মেলনে বিশ্বকাপ জয়ের উৎসব শুরু করে দেয় ফ্রান্স দলের ফুটবলাররা। সেই সঙ্গে বিশ্বকাপ জিতে আরও একটি কাণ্ড ঘটালেন ফ্রান্সের স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমান।

উরুগুয়ের প্রতি নিজের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ আগেও দেখিয়েছেন অ্যান্থনিও গ্রিজম্যান।কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফরাসি তারকা বলেছিলেন, উরুগুয়ে আমার দ্বিতীয় দেশ। এটা এমন এক জাতি যাদের আমি ভালোবাসি এবং সেখানে আমার অনেক বন্ধু আছে।

সাউথ আমেরিকান দেশটির প্রতি আবারও ভালবাসার নিদর্শন রাখলেন গ্রিজম্যান। বিশ্বকাপ জেতার পর প্রেস কনফারেন্সে তিনি আসেন গায়ে উরুগুয়ের জার্সি জড়িয়ে। কিন্তু কেন?

বিশ্বকাপ জিতে ফরাসি তারকা জানিয়েছেন, ক্লাব ফুটবলে উরুগুয়ের ফুটবলাররা তার সতীর্থ। তাই উরুগুয়েকে নিয়ে তার বিশেষ ভালবাসা রয়েছে। মিক্সজোনে উরুগুইয়ান এক সাংবাদিক তার হাতে সেদেশের পতাকা তুলে দেন। আনন্দের সঙ্গেই সেই পতাকা কাঁধে জড়িয়ে উদযাপনে মেতে ওঠেন গ্রিজমান।

সেই সঙ্গে গ্রিজম্যান আরও জানিয়েছেন, ‘উরুগুয়ে দেশটাকে আমি সম্মান করি। ফুটবল ক্যারিয়ারে উরুগুয়ান মানুষের সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে। সেদেশের সংস্কৃতি-মানুষ সবই আমার পছন্দের।’

উল্লেখ্য, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে উরুগুইয়ান ফুটবলার দিয়েগো গোডিন, জোসে গিমেনেজরার সঙ্গে খেলেন গ্রিজমান। ক্লাবের ফুটবলের এই সঙ্গীদের বিপক্ষে রাশিয়ার বিশ্বকাপের কোয়ার্টারে ম্যাচ ছিল ফ্রান্সের। নক-আউট পর্বের কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে উরুগুয়েকে ২-০ হারিয়েছিল ফরাসিরা। ৬১ মিনিটে গোল করেছিলেন গ্রিজমান। সতীর্থদের দেশকে তাই এভাবেই সম্মান জানালেন গ্রিজমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে