সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৬:৪৪:১২

সালমা-জাহানারাদের বিমান বন্দরে মিষ্টিমুখ

সালমা-জাহানারাদের বিমান বন্দরে মিষ্টিমুখ

স্পোর্টস ডেস্কঃ এক মাসের কিছুটা বেশি সময়ের ব্যবধানে তিনটি শিরোপা জিতেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৪৫ দিনের মধ্যে তৃতীয় ট্রফি জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালেশিয়ার মাটিতে ভারতকে এশিয়া কাপের ফাইনালে হারানো পর সালমারা এক মাসের মধ্যে আয়ারল্যান্ড-কে আর বিশ্বকাপের বাছাই পর্বেও শিরোপা হাতে নিয়ে দেশে ফিরেছে আজ। বিসিবির কর্তারা সালমা-জাহানাদের বিমান বন্দরে মিষ্টিমুখ করালেন।
সোমবার মিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সালমা-জাহানারা-রুমানারা। দলটিকে স্বাগত জানাতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বিমানবন্দরে উপস্থিত থাকেন। নারী ক্রিকেটারদের ফুল দিয়ে আর মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান সিইও। 

ভারতকে ফাইনালে হারিয়ে এক মাসের মধ্যে আয়ারল্যান্ডকে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের আনন্দ উপভোগ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই মূহুর্তে আর মাঠে নামছে না সালমারা। কয়েক সপ্তাহ বিশ্রাম করবেন নারী ক্রিকেটাররা। তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল প্রস্তুতি। 

বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা জানিয়েছে বিসিবি। ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২৪ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৯ নভেম্বর ২০১৮ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে