সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৭:৫৬:৩৪

সেরা খেলোয়াড় হয়েও দলকে জেতাতে পারেননি বিশ্বকাপ !

সেরা খেলোয়াড় হয়েও দলকে জেতাতে পারেননি বিশ্বকাপ !

স্পোর্টস ডেস্কঃ লুকা মদ্রিচ রাশিয়া বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়ে জিতে নিলেন গোল্ডেন বল। সেরা খেলোয়াড় হলেও দলকে জেতাতে পারলেন না প্রথমবারের মতো বিশ্বকাপ। সেরা খেলোয়াড়ের তকমা লেগে যাওয়ার পরেও দলকে বিশ্বকাপ জেতাতে না পাড়ার আক্ষেপটা সারাজীবন হয়তো তাঁর থেকে যাবে।

লুকা মদ্রিচই একমাত্র খেলোয়াড় নন যিনি বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। গত ৬টি বিশ্বকাপেই এমন ঘটনা দেখেছে ফুটবল অনুরাগিরা। আসুন দেখে নেই কারা পেয়েছিল বিশ্ব সেরার তকমা, কিন্তু দলকে জেতাতে পারেননি বিশ্বকাপ ।

১৯৯৮ রোনালদো (ব্রাজিল, রানার্সআপ)

তরুণ ব্রাজিলীয়ন কিংবদন্তী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেন। দারুণ ফুটবল খেলেও তিনি দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ফ্রান্স।

২০০২  অলিভার কান (জার্মানি, রানার্সআপ)

ফুটবলে সেরা খেলোয়াড় যে একজন গোলকিপার হতে পারেন সেটা হয়তো এক সময় ধারণাই করতে পারেনি কেউ। কিন্তু সেই কাজটাই করে দেখিয়েছিলেন কান। ২০০২ বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত তিনি একটি গোলও হজম করেননি। সেই সঙ্গে দুর্দান্ত সব সেভগুলো তাঁকে সেরা বানাতে বাধ্য করেছে। কিন্তু আফসোস সেরা খেলোয়াড়ের তকমা পেলেও ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বসে জার্মানি।

২০০৬ জিনেদিন জিদান (ফ্রান্স, রানার্সআপ)

জিদানের শেষ বিশ্বকাপ ছিল এটি। যদিও বিশ্ববাসী এই বিশ্বকাপকে মনে রাখবে জিদানের ঢুসের জন্য। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি জিদানের পরিবার নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ঢুস মারেন জিদান। ঢুস মারার জন্য তিনি দেখেন লাল কার্ড। ইতালি শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে তাদের চতুর্থ শিরোপা নিশ্চিত করে। আর জিদান জেতেন সেরা খেলোয়াড়ের খেতাব। যদিও ঢুস মেরে লাল কার্ড দেখে তিনি কিভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সেটা নিয়ে সে সময় বেশ সমালোচনা হয়েছে।

২০১০ দিয়াগো ফোরলান (উরুগুয়ে, চতুর্থ স্থান)

২০১০ বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনাল পর্যন্ত দলকে একাই টেনে নিয়ে এসেছিলেন। প্রতি ম্যাচেই তিনি গোল করেছেন না হয় অন্য কাউকে দিয়ে গোল করিয়েছেন। দুর্দান্ত খেলা ফোরলান জিতে নেন গোল্ডেন বল। গোল্ডেন বল জিতলেও তিনি দলকে ফাইনালে নিয়ে যেতে পারেননি।

২০১৪ লিওনেল মেসি (আর্জেন্টিনা, রানার্সআপ)

মেসি আজও ব্রাজিল বিশ্বকাপ জয় করতে না পেরে আফসোস করেন। সেরা খেলোয়াড়ের খেতাবটি তাঁর কাছে তুচ্ছ মনে হয় এখন। মেসি ২০১৪ বিশ্বকাপে গোল করেছিলেন ৪টি। সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ১টি। ড্রিবলিং করেছিলেন ৪৬ টি। এছাড়া গোলের সুযোগ তৈরি করেছিলেন ২৪টি। সব কিছু মিলিয়ে তিনি সেরা হলেও অল্পের জন্য তিনি শিরোপা হাতে নিতে পারেননি।

২০১৮ লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রানার্সআপ)

লুকা মদ্রিচ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেও, দেশের জন্য নিয়ে আসতে পারেননি প্রথমবারের মতো বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে মদ্রিচ গোল করেছেন মাত্র ২টি। এছাড়া অ্যাসিস্ট ছিল ১টি। ড্রিবলিং করেছেন ১৩টি। গোলের সুযোগ তৈরি করেছিলেন ১৬টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে