সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ০৯:৫৮:৩৫

হাথুরুসিংহে’কে কঠোর সাজা দিল আইসিসি

হাথুরুসিংহে’কে কঠোর সাজা দিল আইসিসি

স্পোর্টস ডেস্কঃ হাথুরুসিংহে’কে কঠোর সাজা দিল আইসিসি, বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক দীনেশ চান্দিমাল ও ম্যানেজার গুরুসিংহের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের পর পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম চার ম্যাচেও এবার তাদের নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বল টেম্পারিং ইস্যুতে তাদের সাজা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুই টেস্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও, উইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে নতুন করে আট সাসপেনশন পয়েন্ট পাওয়ায় এই সাজা পেতে হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের এই ত্রয়ীকে। এর ফলে কেবল আসন্ন কলম্বো টেস্ট’ই নয় বরং ডাম্বুলা এবং পাল্লেকেলে’তে সফরকারীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ চারটি একদিনের ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে চান্দিমাল, হাথুরুসিংহে এবং গুরুসিংহে’কে।

বল টেম্পারিং কাণ্ডে ১১ জুলাই অনুষ্ঠেয় হেয়ারিংয়ে ৬ ঘন্টারও বেশি সময় ধরে ভিডিও পর্যালোচনা করার পর আইসিসির কোড অব কন্টাক্ট কমিশনের চেয়ারম্যান এই সাজার সিদ্ধান্তে উপনীত হন। আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যেহেতু আট সাসপেনশন পয়েন্টের জন্য দুই টেস্ট ও চার ওয়ানডে/টি-টোয়েন্টি কিংবা আট ওয়ানডে/টি-টোয়েন্টি (যা আগে আসে) ম্যাচে নিষিধাজ্ঞা আরোপিত হয় তাই বিচার প্যানেল তাদেরকে ডাম্বুলার একদিনের ম্যাচ (২৯ জুলাই ও ১ আগষ্ট) ও ক্যান্ডির একদিনের ম্যাচগুলোতে (৫ আগস্ট ও ৮ আগস্ট) নিষিদ্ধ করেছে।”

এই সাজা ছাড়াও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চান্দিমাল, হাথুরুসিংহে ও গুরুসিংহের নামের উপর আরও ছয় ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

২০১৬ সেপ্টেম্বরে শৃঙ্খলা ভঙ্গে আইসিসির নতুন আইন প্রনয়ণের পর, হাথুরু ও গুরুসিংহের বিপক্ষে এটি শৃঙ্খলা ভঙ্গের প্রথম অভিযোগ,  অন্যদিকে চান্দিমালের বিপক্ষে দ্বিতীয় অভিযোগ। এর ফলে আইসিসির ২.২.৯ নীতিমালা ভঙ্গের ফলে তার নামের সাথে আরও ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তাই তার নামের বিরুদ্ধে ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে