সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১০:০৪:৪৮

এইমাত্র পাওয়া দারুণ সুখবরটির কারণে শক্তি বাড়বে বাংলাদেশ দলের!

এইমাত্র পাওয়া দারুণ সুখবরটির কারণে শক্তি বাড়বে বাংলাদেশ দলের!

স্পোর্টস ডেস্কঃ লঙ্কান সাবেক ক্রিকেটার থিলান সামারাবিরার বিদায়ের পর থেকেই টাইগারদের ব্যাটিং পরামর্শকের পদটি খালি পড়ে আছে। আর এই পদের অন্য একেক সময় একেক জনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নেইল ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয় বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে টাইগাররা। গত ৭ জুলাই সাকিব-তামিমদের সঙ্গে সেখানেই যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এইমাত্র পাওয়া দারুণ সুখবরটির কারণে শক্তি বাড়বে বাংলাদেশ দলের! বিসিবের বরাতে জানা গেছে, উইন্ডিজদের বিপক্ষে ওয়েনডে সিরিজ শুরুর আগেই টাইগারদের সঙ্গে যোগ দিবেন তিনি।

প্রোটিয়াদের হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন ম্যাকেঞ্জি। ব্যাট হাতে ৪৯৪৮ রান করেছেন তিনি। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯০৪১ রান রয়েছে তার। দুই মেয়াদে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৬ সালে যখন তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তখন তারা বাংলাদেশ সফরে আসে। কিন্তু বাংলাদেশের কাছে পেরে উঠে নি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের কাছে সিরিজ হেরে যায় তারা। অন্যদিকে চলতি বছরের শুরুতে আবারো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। এবার বাংলাদেশে আসছেন নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে