সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১০:১৬:০৮

এবার জমবে খেলা, বাংলাদেশকে নেতৃত্ব দিতে উইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

এবার জমবে খেলা, বাংলাদেশকে নেতৃত্ব দিতে উইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ একদিনের সিরিজ খেলতে উইন্ডিজ যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সহধর্মিনী সুমনা হক সুমির অসুস্থতার কারণে মাশরাফির উইন্ডিজ যাওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়। তবে সহধর্মিনীর শারিরীক অবস্থা আগের থেকে উন্নতি হওয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে উইন্ডিজ যাচ্ছেন মাশরাফি, এবার জমবে খেলা।

উইন্ডিজে বাংলাদেশ দল মোটেও সুবিধা করতে পারছে না। দুই ম্যাচের টেস্ট সিরিজে উইন্ডিজের সামনে দাঁড়াতেই পারে নি সাকিববাহিনী। তবে লাল বল থেকে সাদা বলে ভাগ্য পরিবর্তনের আশা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শেষ মুহূর্তে মাশরাফির অন্তর্ভূক্তি দলে বাড়তি স্বস্তি দিবে। আজ রাত ১ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে উইন্ডিজের পথে মাশরাফির রওনা করার কথা আছে।

এদিকে ওয়ানডে স্কোয়াডে থাকা সাত ক্রিকেটারের মধ্যে ছয় ক্রিকেটার শুক্রবার (১৩ জুলাই) দেশ ছেড়েছেন সহধর্মিনী সুমনা হক সুমি বেশি অসুস্থতার কারণে ওয়ানডে দলের সাথে যেতে পারেননি মাশরাফি। শুক্রবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উইন্ডিজের উদ্দেশে যাত্রা করেন মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু। এরপর মাঝরাতে ক্যারিবীয় দ্বীপের ফ্লাইটে চড়ে বসেন আরও দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমান।

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডের ৯ জন ক্রিকেটারই রয়েছেন টেস্ট স্কোয়াডে। আর তাই তাদের নেই টেস্ট সিরিজ শেষে ঘরে ফেরার তাড়া। জ্যামাইকা টেস্ট শেষে বাংলাদেশ দল পাড়ি জমাবে গায়ানায়। সেখানে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। 

এর পূর্বে ১৮ জুলাই একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। ২৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজ শেষে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। যার দুটি ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে