মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:৫২:০৭

দলে ফিরেছেন আন্দ্রে রাসেল-ক্রিস গেইল, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

দলে ফিরেছেন আন্দ্রে রাসেল-ক্রিস গেইল, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ। ১৩ সদস্যের এ দলে যথারীতি নেতৃত্বে থাকছেন জেসন হোল্ডার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। দলে ফিরেছেন আন্দ্রে রাসেল-ক্রিস গেইল, খেলবেন বাংলাদেশের বিপক্ষে।

৩০ বছর বয়সী এ হার্ডহিটার অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন ডোপ পরীক্ষার নিয়ম ভাঙায়। ২০১৭ সালের জানুয়ারি থেকে এক বছর নিষিদ্ধ ছিলেন তিনি। ২০১৫ সালের নভেম্বরের পর কোনো আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়নি রাসেলের। শ্রীলঙ্কার বিপক্ষে ঐ ম্যাচের পর চোটের কারণে ঐ সিরিজের বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারেননি। সেটিই ২০১৫ বিশ্বকাপের পর তার একমাত্র ওয়ানডে।

এ বছর লর্ডসে মে মাসে বিশ্ব একাদশের বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন আন্দ্রে রাসেল। ঐ ম্যাচে ব্যাটিংয়ে অপরাজিত ২১ রান করেন তিনি। উইকেট পান দুইটি।
 
আন্দ্রে রাসেলকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত উইন্ডিজ প্রধান কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, “দ্রে রাসকে (আন্দ্রে রাসেল) ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার।”  বিস্ফোরক শক্তির অধিকারী এ অলরাউন্ডারের জাতীয় দলে প্রত্যবর্তন দলকে আরো উজ্জীবিত করবে বলে বিশ্বাস তার।

এছাড়া দলে জায়গা পেয়েছেন আলজারি জোসেফ এবং কিরন পাওয়েল। ডাক পাননি টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। টেস্টে চোট পাওয়া কেমার রোচকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডেতেও। এছাড়া আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বের দলে থাকাদের মধ্যে এ দলে নেই মারলন স্যামুয়েলস, নিকিতা মিলার, শেলডন কটরেল এবং কেসরিক উইলিয়ামস।

২২ জুলাই থেকে গায়ানায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৫ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় এবং ২৮ জুলাই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের উইন্ডিজ স্কোয়াডঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, দেবেন্দ্র বিশু, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কিরন পাওয়েল, রোভম্যান পাওয়েল এবং আন্দ্রে রাসেল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে