মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০২:১৫:৩৬

বিশ্বের সেরা কোচকে নিয়োগ দিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বের সেরা কোচকে নিয়োগ দিচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: দেশেই আছে হাইপ্রোফাইল সব কোচ অথচ আর্জেন্টিনা বেশ ক’বছর ধরে কোচ সমস্যায় ভুগছে। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির বিদায়ের পর নতুন কোচ খোঁজা নিয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কাজ শুরু করে দিয়েছে। এবারও আর্জেন্টিনায় সাম্পাওলি পরবর্তী দায়িত্ব পেতে পারেন এমন অনেকের নাম শোনা যাচ্ছে। বিশ্বের সেরা কোচকে নিয়োগ দিচ্ছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন রিকার্ডো গার্সিয়া। রাশিয়া বিশ্বকাপে পেরুর মতো দলকে পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পেরুকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার কৃতিত্ব তিনি পাবেনই। এছাড়া ৬০ বছর বয়সী এই কোচের অভিজ্ঞতাটাও বড় ব্যাপার।

আর্জেন্টিনার যৌক্তিক কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে রিকার্ডো গার্সিয়াকে। পালমাস, ইন্ডিপেন্ডিয়েন্তে’র মতো ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে পাঁচ বছর খেলেছেন আর্জেন্টিনার সম্ভাব্য তারকা কোচ।

আর্জেন্টিনার কোচ হওয়ার বিষয়ে কম বয়সী কোচ হিসেবে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেতে পারেন মার্সেলো গ্যালার্ডো। মোনাকোর হয়ে খেলা এই তারকা কোচিং ক্যারিয়ারে ভালোই করছেন।

বেনফিকা এবং রিভার প্লেটের কোচিং করানোর অভিজ্ঞতা মাতিউস আলমেইদার নামও কোচের তালিকায় যোগ করছে।

বর্তমান বিশ্বের সেরা কোচদের কাতারে রাখা হয় ডিয়াগো সিমিওনেকে। আর রক্ষণভাগ সামলানোর মাস্টার বলা চলে তাকে। স্প্যানিশ লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ, লিগ ওয়ানে তাকে কোচ হিসেবে পেতে চায় অনেক ক্লাব। সিমিওনে যদি আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন হয়তো খুব একটা চিন্তা করবে না তাকে নিয়োগ দিয়ে দেবে।

টনেটহ্যামের কোচ মারিও পেচেত্তিনো ইংলিশ লিগে ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, লিভারপুল কিংবা আর্সেনালের বাইরে টটেনহ্যামকে আলাদা করে চিনিয়েছেন। তার দল শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে দারুণ পারফর্ম করেছে। রিয়াল মাদ্রিদ, পিএসজি, চেলসির কোচ হতে পারেন বলেও গুঞ্জন শোনা গেছে এর আগে। এবার গুঞ্জন আর্জেন্টিনা দলের কোচিং করানোর।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে