মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০৩:৪৭:৪৭

ক্রোয়েশিয়া দলকে রাজকীয় অভ্যর্থনা

 ক্রোয়েশিয়া দলকে রাজকীয় অভ্যর্থনা

স্পোর্টস ডেস্ক: ২০১৮ বিশ্বকাপ শেষ। এবার ঘরে ফেরার পালা। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বিজয়ীর বেশে দেশে ফিরেছে ফ্রান্স। কিন্তু রানার্স আপ ক্রোয়েশিয়াও এবারের বিশ্বকাপের সবচেয়ে সমীহ জাগানো দল। তাই নিজ দেশে লুকা মদ্রিচদের প্রত্যাবর্তনটাও হয়েছে রাজকীয় ভাবে। ক্রোয়েশিয়ার ফুটবল দলকে সোমবার স্বাগত জানাতে রাজপথে হাজির হয়েছিল সাড়ে ৫ লক্ষ মানুষ। যারা নেচে গেয়ে আতশবাজি পুড়িয়ে জাতীয় বীরদের বরণ করে নিয়েছেন।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা জিতেছে ফ্রান্স। কিন্তু কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জিতেছে ক্রোয়েশিয়া। তাদের হার না মানা ফুটবল দিয়ে জয় করেছে বিশ্ববাসীর হৃদয়। লড়াকু এই দলটি ফাইনালে হেরে যায় ফ্রান্সে কাছে। কিন্তু জয় করে নেয় মানুষের ভালোবাসা।

বিশ্বকাপ শেষে যখন দেশে ফেরে দলটি, তাদের স্বাগত জানাতে রাজধানী জাগরেবে নামে মানুষের ঢল।

৪.২ মিলিয়ন মানুষের ছোট্ট দেশ ক্রোয়েশিয়া। এদিন মদ্রিচ-রাকিতিচদের বরণ করতে রাস্তায় নেমে আসে সাড়ে ৫ লক্ষ মানুষ। যা দেশটির মোট জনসংখ্যার ১০ ভাগ। নেচে গেয়ে তারা স্বাগত জানায় জাতীয় বীরদের।

দলের জার্সি গায়ে, জাতীয় পতাকা হাতে কে ছিল না সেই মিছিলে। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সবাই এদিন রাজধানী শহরে উদযাপন করেছে জাতীয় দলের প্রত্যাবর্তন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে