মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০৩:৫১:১৭

এখন থেকে রিয়ালে জিদান-রোনালদো পরবর্তী জামানার শুরু

এখন থেকে রিয়ালে জিদান-রোনালদো পরবর্তী জামানার শুরু

স্পোর্টস ডেস্ক: গত ৫ মৌসুমের মধ্যে ৪ বারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে সর্বশেষ তিন মৌসুমেই টানা জিতে গড়েছে হ্যাটট্রিক। রিয়ালের অবিশ্বাস্য এই সাফল্যের গল্পের কেন্দ্রিয় চরিত্রে ছিলেন দুজন, জিনেদিন জিদান ও ক্রিস্তিয়ানো রোনালদো। ডাগআউটে দাঁড়িয়ে কোচ জিদান তার উর্বর ফুটবল মস্তিস্ক দিয়ে কার্যকর সব ট্যাকটিকস, রণ-পরিকল্পনার সূত্র বের করেছেন। তা বাস্তবায়নে মাঠে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছেন রোনালদো। কিন্তু জিদান-রোনালদো জুটির সাফল্যের গল্পটা এখন শুধুই ইতিহাস। দুজনেই রিয়ালের সুখের ঘর ছেড়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে হতে যাচ্ছে নতুন জামানার সূচনা। রিয়ালে জিদান-রোনালদো পরবর্তী জামানার শুরু।

হতে যাচ্ছে নয়। রিয়ালে জিদান-রোনালদো পরবর্তী জামানার শুরু হয়ে গেছে। নতুন মৌসুমকে সামনে রেখে দলকে সঙ্গে নিয়ে গতকাল প্রথম অনুশীলন পর্বটা সেরে ফেললেন নতুন কোচ জুলিয়েন লোপেতেগুই। ৫১ বছর বয়সী লোপেতেগুই রিয়ালের কোচের দায়িত্ব নিয়েছেন জিদান চলে যাওয়ার পরপরই। রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন।

তিনি ছিলেন স্পেন জাতীয় দলের কোচ। দল নিয়ে তিনি রাশিয়ায়ও গিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে আগে ফাঁস হয়ে যায় ক্লাব রিয়ালের সঙ্গে লোপেতেগুইয়ের গোপন চুক্তির খবর। জানা যায় বিশ্বকাপের পরই জাতীয় দল ছেড়ে রিয়ালের দায়িত্ব দেবেন তিনি। জাতীয় দলের কোচ হয়ে একটা ক্লাবের সঙ্গে গোপনে চুক্তি করার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ শুরুর দুদিন আগে তাই কোচের পদ থেকে লোপেতেগুইকে বরখাস্ত করে তারা। তাতে গুঁড়িয়ে যায় লোপেতেগুইয়ের বিশ্বকাপ-স্বপ্ন।

বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে পর দিনই আনুষ্ঠানিকভাবে রিয়ালের কোচের দায়িত্ব কাঁধে তুলে নেন। এবার শুরু করে দিলেন আনুষ্ঠানিক যাত্রাও। বিশ্বকাপে অংশ নেওয়া তারকা ফুটবলাররা অবশ্য এখনো ছুটি কাটাচ্ছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রিয়ালের কোচ হিসেবে নিজের প্রথম অনুশীলন সেশনে লোপেতেগুই তাই তারকা খেলোয়াড়দের পাননি। তারকাদের মধ্যে কেবল ছিলেন বিশ্বকাপ মিস করা গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

বেলের ওয়েলস রাশিয়া বিশ্বকাপে ছিল না। বেনজেমার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে বটে; কিন্তু কোচের সঙ্গে ঝামেলার কারণে তিনি ফ্রান্সের বিশ্বকাপ দলেই ছিলেন না। এই দুজনের সঙ্গে লোপেতেগুইয়ের প্রথম অনুশীলন সেশনে অনুশীলন করেছেন রিয়াল রিজার্ভ বেঞ্চ ও একাডেমীর খেলোয়াড়েরা। তাদের সঙ্গে ছিলেন রিয়ালের নতুন দুই সদস্যও। আন্ড্রি লুনিন ও ভিনসিয়াস জুনিয়র।

গত ১৯ জুন বিশ্বকাপের গনগনে উত্তেজনার মধ্যেই ইউক্রেনের ১৯ বছর বয়সী তরুণ অ্যান্ড্রি লুনিনের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। মোট ১৩.৫ মিলিয়ন ইউরো দিয়ে নিয়ে এসেছে ইউক্রেনিয়ান ক্লাব জরিয়া লোহানস্ক থেকে। ব্রাজিলের বিস্ময়বালক ভিনসিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল চুক্তিটা করে ২০১৭ সালের মে মাসে। কিন্তু বয়স ১৮ না হওয়ায় ভিনসিয়াস তখন যোগ দিতে পারেননি। গত ১২ জুলাই বয়স কাটায় কাটায় ১৮ পূর্ণ হওয়ার পরই যোগ দিয়েছেন রিয়ালে।

রিয়ালে নিজের প্রথম অনুশীলন সেশনে কোচ লোপেতেগুই শিষ্যদের ভারী কাজ করাননি। মূলত ফিটনেস অনুশীলনের দিকেই মনোযোগ দেন বেশি। তবে বল নিয়ে পাসিং খেলা এবং কারিকুরিও করিয়েছেন কিছুটা সময়। গ্যারেথ বেলের ২৯তম জন্মদিনটাও তারা উদযাপন করেছে অনুশীলন সেশনেই।

তারকা খেলোয়াড়দের না পেলেও অনুশীলনে নিজ খেলোয়াড়দের দেখে মুগ্ধ লোপেতেগুই। শুধু খেলোয়াড়দের দেখে নয়, লোপেতেগুই খুশি রিয়ালের সব কিছুতেই। মাঠ, অনুশীলন সেন্টার, ট্রফি রুম, ড্রেসিংরুম-সবকিছুতেই মুগ্ধ।

অনুশীলনের পর রিয়ালের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই মুগ্ধতাই ঝরল তার কণ্ঠে, ‘রিয়াল মাদ্রিদকে পছন্দ না করাটাই তো কঠিন (হাসি)! রিয়ালের সবকিছুই আমার ভালো লাগে। এমনকি রিয়ালের দলীয় সংগীতও। আমাদের দুর্দান্ত একটা স্কোয়াড আছে। ভালদেবেবাসের মতো ছবির মতো সুন্দর একটা অনুশীলন সেন্টার আছে আমার। আসলে এটাকে আপনি মুখের কথায় সংগায়িত করতে পারবেন না। সবকিছুই আমার ভালো লাগে।’

৫১ বছর বয়সী লোপেতেগুই এই ভালো লাগার ঘোরে ডুবে যাওয়ার কারণও অবশ্য আছে। খেলোয়াড়ী জীবনে ৩ মৌসুম রিয়ালের খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু সেই তিন মৌসুমে রিয়ালের জার্সিতে ম্যাচ খেলতে পেরেছেন মাত্র ১টি। চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেও তাকে ধারে খেলতে হয়েছে লাস পালমাসে। মজার ব্যাপার হলো, ৩ বছর বার্সেলোনারও চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু বার্নাব্যু’র মতো ন্যু-ক্যাম্পও তার জন্য হতাশার হয়েই থাকে। ৩ বছরে বার্সেলোনার মূল দলের হয়ে ম্যাচ খেলতে পারেন মাত্র ৫টি!

খেলোয়াড়ী জীবনের সেই অপূর্ণতা কোচ হিসেবে পূরণ করার দরজা খুলে গেছে। লোপেতেগুই খুশিতে গদগদ তো হবেনই।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে