মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০৬:৫২:৪৭

র‌্যাঙ্কিংয়ে ৭ আর ৯ এর লড়াই, হারলেও চিন্তা নেই!

র‌্যাঙ্কিংয়ে ৭ আর  ৯ এর লড়াই, হারলেও চিন্তা নেই!

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট মিশনে হোয়াইটওয়াশ! এক ইনিংস ও ২১৯ রানে প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে হরের পর শংকা জেঁগেছে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কি করতে পারবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? এই জবাব পেতে হলে ২২, ২৫ আর ২৮ জুুলাই তিন ওয়ানডে ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

তবে বালাদেশ দলের জন্য সুখবর যে, সিরিজ হেরে গেলেও চিন্তা নেই। কারণ আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশ ৯৩ র‌্যাটিং নিয়ে শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে নিরাপদ দূরত্বেই আছে।

৭৭ র‌্যাটিং নিয়ে শ্রীলংকা আইসিসির তালিকায় ৮ নম্বর ওয়ানডে দল আর ৬৯ র‌্যাটিং নিয়ে ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজে হেরে গেলেও র‌্যাটিং পয়েন্টে লংকার পেছনে যাবার ভয় নেই। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অনেক পেছনে আছে। আপাতত হিসেবে বাংলাদেশের ৭ নম্বর দলের তকমাটা হুমকির মুখে নেই। আবার উল্টোটাও ঘটতে পারে।

যদি মাশরাফি বাহিনী সিরিজ জিতে যায় তাহলে ১০০ র‌্যাটিং নিয়ে ৬ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যেতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশের র‌্যাটি পয়েন্ট ৯৩।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে