মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০৬:৫৭:২৯

১১০ বৎসর পূর্তি উপলক্ষে মিরপুরে ‘মাস্টার্স সুইমিং এবং র‌্যালী’

১১০ বৎসর পূর্তি উপলক্ষে মিরপুরে ‘মাস্টার্স সুইমিং এবং র‌্যালী’

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক সাঁতার সংস্থা ঋওঘঅ এর সহায়তায় ঋওঘঅ এর ১১০ বৎসর পূর্তি উপলক্ষ্যে কাল ১৮ জুলাই সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে ঋওঘঅ ডঙজখউ অছটঅঞওঈঝ উঅণ, ২০১৮ “মাস্টার্স সুইমিং এবং র‌্যালী” আয়োজন করা হয়েছে। উক্ত মাস্টার্স সুইমিং এ ৪৫ উর্দ্ধ বয়সের প্রায় ১০০ (একশত) জন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন। 

ঋওঘঅ ডঙজখউ অছটঅঞওঈঝ উঅণ, ২০১৮ র‌্যালীটি কাল ১৮ জুলাই সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের গেট হয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৪ নং গেট (টিএন্ডটি মোড়) হয়ে পুনরায় জাতীয় সুইমিং কমপ্লেক্সে এসে শেষ হবে এবং সকাল ১১টায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

এশিয়ান সুইমিং ফেডারেশনের অনারারী সেক্রেটারী জেনারেল ড. কে. এম সুলতানুল আজিজ প্রধান অতিথি এবং স্বাধীনতা ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রাক্তন সাঁতারু মোঃ মোশাররফ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে