বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ০১:১৮:২৮

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ফোর্বসের তালিকা অনুযায়ী বিনোদন জগতে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ১০ জনের তালিকা এখানে তুলে ধরা হলো।

১. ফ্লয়েড মেওয়েদার- ২৮৫ মিলিয়ন ডলারমার্কিন পেশাদার বক্সার ফ্লয়েড মেওয়েদারের গত বছর ট্যাক্স-পূর্ব আয় ছিল ২৮৫ মিলিয়ন ডলার।

২০১৭ সালের অগাস্ট মাসে আইরিশ পেশাদার মিক্সড মার্শাল আর্টিস্ট কনর ম্যাকগ্রেগরের বিরুদ্ধে লড়াইয়ে জেতার মাধ্যমে ২৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন মেওয়েদার।

২. জর্জ ক্লুনি- ২৩৯ মিলিয়ন ডলারমার্কিন অভিনেতা জর্জ ক্লুনি গত বছর যে পরিমাণ অর্থ আয় করেছেন সেটি অন্য যে কোনো অভিনয় শিল্পীর তুলনায় বেশি আয়। ক্লুনির এ আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে যৌথভাবে প্রতিষ্ঠিত টেকিলা কোম্পানিতে তার যে মালিকানা রয়েছে সেটির একটি অংশ বিক্রির আয়। এর মাধ্যমে তিনি আয় করেছেন এক বিলিয়ন ডলার। ২০১৩ সালে তিনি যৌথভাবে এ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।

ফোর্বস ম্যাগাজিনের হিসেবে ৫৭ বছর বয়সী ক্লুনির গত বছরের জুলাই মাস থেকে এক বছরে ট্যাক্স-পূর্ব উপার্জন ছিল ২৩৯ মিলিয়ন ডলার। পৃথিবীর বিখ্যাত সেলেব্রিটিরা যে উপার্জন করেছেন সে তালিকায় ক্লুনির অবস্থান দ্বিতীয় স্থানে।

৩. কাইলি জেনার- ১৬৬.৫ মিলিয়ন ডলারকার্দাশিয়ান বোনদের মধ্যে সবচেয়ে ছোট কাইলি জেনার আয়ের দিকে থেকে তৃতীয় স্থান দখল করেছেন। একটি বৃহৎ কসমেটিক কোম্পানি প্রতিষ্ঠার পর তিনি আয়ের দিক থেকে তিন নম্বর অবস্থানে উঠে আসেন। একটি রিয়েলিটি শো এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ১১০ মিলিয়ন ফলোয়ার তার আয় বাড়াতে কিছুটা সাহায্য করেছে।

কাইল জেনার তার অন্য বোনদের চেয়ে বেশি আয় করেন। ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি ৫৯তম অবস্থানে থাকলেও এবার তিন নম্বরে উঠে আসেন।

৪. জুডি শেইন্ডলিন- ১৪৭ মিলিয়ন ডলার
জুডি শেইন্ডলিন একজন মার্কিন প্রসিকিউশন আইনজীবী, সাবেক বিচারক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং প্রযোজক। এ ছাড়া তিনি একজন লেখকও বটে। ৭৫ বছর বয়সী শেইন্ডলিনের আয় ১৪৭ মিলিয়ন ডলার। তিনি ২২টি সিরিজে টেলিভিশনের পর্দায় ছিলেন এবং প্রতিদিন এক কোটির বেশি মানুষ সে অনুষ্ঠান দেখেছে।

২০১৭ সালে তিনি তার লাইব্রেরির মালিকানা ১০০ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন। ফলে উপার্জনের তালিকার তিনি উপরের দিকে উঠে আসেন।

৫. ডুয়েইন ‘দ্য রক’ জনসন- ১২৪ মিলিয়ন ডলার
ডুয়েইন জনসন একজন রেসলার থেকে অভিনেতা হয়েছেন। তিনি ‘দ্য রক’ নামেও পরিচিত। গত বছর তার ট্যাক্স-পূর্ব আয় ছিল ১২৪ মিলিয়ন ডলার ।

ফলে তিনি উপার্জনের দিক থেকে ৫ম স্থানে আছেন। ৪৬ বছর বয়সী ‘দ্য রকের’ উপার্জনের একটি বড় অংশ এসেছে অভিনয় সংশ্লিষ্ট আয় থেকে।

৬. ইউ টু- ১১৮ মিলিয়ন ডলার
আইরিশ রক ব্যান্ড দল ইউ টু তাদের প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে বিশ্বজুড়ে যে কনসার্টের আয়োজন করেছিল সেটি ব্যাপক অর্থ উপার্জন করেছে। সে কনসার্টের নাম ছিল ‘দ্য জশুয়া ট্রি ট্যুর ২০১৭’ এবং একই নামে অ্যালবামও বের করা হয়েছিল।

ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং উত্তর আমেরিকায় তারা ৫১ টি কনসার্ট আয়োজন করেছিল। সব মিলিয়ে তাদের আয় হয়েছিল ১১৮ মিলিয়ন ডলার।

৭. কোল্ডপে – ১১৫.৫ মিলিয়ন ডলার
রক ব্যান্ড দল কোল্ড প্লে হচ্ছে প্রথম ব্রিটিশ দল যারা এ তালিকায় স্থান পেয়েছে। ব্যান্ড দলটি গত বছর ৫টি মহাদেশে যে কনসার্ট করেছে এবং যে গানের অ্যালবাম বের করেছে সেটি বেশ ভালো উপার্জন করেছে।

ফলে বিনোদন জগতে সর্বাধিক আয়ের তালিকায় দলটি ৭ নম্বরে স্থান পেয়েছে।

৮. লিওনেল মেসি- ১১১ মিলিয়ন ডলার
২০১৭ সালের নভেম্বর মাসে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি তার ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ফলে ক্লাবটি তাকে বেতন-বোনাস বাবদ ৮০ মিলিয়ন ডলার দেবে। ফলে লিওনেল মেসি এখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

এ ছাড়া অ্যাডিডাস এবং পেপসির মতো আরও কিছু বাণিজ্যিক ব্র্যান্ডের কাছ থেকে স্পন্সরশিপ বাবদ অনেক আয় করেন লিওনেল মেসি।

৯. এড শিরান
ইংরেজ গায়ক এড শিরান হচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী একক গায়ক।

২৭ বছর বয়সী শিরানের অ্যালবামটি ছিল ২০১৭ সালে সবচেয়ে বেশি শ্রোতা প্রিয়।

১০. ক্রিশ্চিয়ানো রোনালদো
এবারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বাধিক গোলদাতাদের তালিকায় অন্যতম ছিলেন। এ বছর তিনি পঞ্চম বারের মতো ব্যালন ডি’’অর খেতাব জয়লাভ করেছেন।

স্পেনের রিয়াল মাদ্রিদে ৯ বছর লোভনীয় সময় কাটানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদো ৯৯.২ মিলিয়ন পাউন্ডে ইতালির ক্লাব জুুভেন্তাসে যোগ দিয়েছেন। খেলাধুলারসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে তার যে আজীবন চুক্তি রয়েছে সেটির মূল্য এক বিলিয়ন ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে