বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:৩১:১৮

ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে কি জবাব দিতে পারবে বাংলাদেশ?

ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে কি জবাব দিতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: সামনে ছিল টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন। কিন্তু প্রাপ্তি শুধু লজ্জার। লাল বলে দুই টেস্টেই হয়েছে টাইগার ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ। এবার ওয়ানডে সিরিজের পালা। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পৌঁছে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। অবশ্য তার পৌঁছানোর আগেই শুরু হয়েছে দলের ওয়ানডে প্রস্তুতি। ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে কি জবাব দিতে পারবে বাংলাদেশ?

লক্ষ্য একটাই, ঘুরে দাঁড়ানো। সেই সঙ্গে ওয়ানডেতে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সাদা বলে কতটা হবে। যদিও দলের তরুণ ব্যাটসম্যান এনামুল হক বিজয় মনে করেন সম্ভব নিজেদের ফের প্রমাণ দেয়ার। তিনি বলেন, টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে। ওয়ানডে সিরিজ সামনে, নতুন একটি মিশন শুরু হবে। আমাদের প্রস্তুতি ঠিকমতো হলে ভালো কিছু করতে পারবো। দলের সবাই চেষ্টা করছে, আরো চেষ্টা করবে ভালোমতো ঘুরে দাঁড়াতে। এখন সাদা বলের খেলা। ওয়ানডেতে আমরা দীর্ঘদিন ধরেই ভালো খেলছি। এবারো ভালো কিছুর আশা করছি।’

চরম ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বা প্রতিজ্ঞা খুবই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা যে বড় কঠিন। ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে জয় যে বড়ই কঠিন। ২০০৪ থেকে ২০১৪ এ সময়ে ক্যারিবীয় মাটিতে ৩টি দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ও শেষ সিরিজে দু’টিতে ৩-০তে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে টাইগাররা। মাঝে দারুণ স্মৃতি হয়ে আছে ২০০৯, সেবার প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখায় টাইগাররা। সেবার দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। কারণ প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে বিদায় নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। এরপর ২০১৪তে মুশফিকের নেতৃত্বে মাশরিফ গিয়েছিলেন ক্যারিবীয় সফরে। তবে ৯ বছর ফের তিনি ওয়েস্ট ইন্ডিজে এবার দলের নেতৃত্ব দিবেন। যে কারণে ভক্তকূলের আশা হয়তো দেখা যাবে ভিন্ন চিত্র।

গতকাল থেকে অধিনায়ককে ছাড়াই বাংলাদেশ দল শুরু করেছে ওয়ানডে প্রস্তুতি। এরই মধ্যে ওয়ানডে দলে থাকা ৬ ক্রিকেটার সেখানে যোগ দিয়েছেন। দলের অন্যতম পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বিজয়। গতকালের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আমরা ৬ জন অনেক লম্বা সফর করে এখানে এসেছি। বাকিরাতো এখানেই ছিলেন। আমরা আজই (গতকাল) অনুশীলন শুরু করেছি। এখানে গরম ছিল বেশ তারপরও আমাদের অনুশীলনে কোনো সমস্যা হয়নি। প্রথম ফিল্ডিং অনুশীলন শেষে নেট সেশনে ব্যাটিং নিয়ে কাজ করেছি।’ বিদেশের মাটিতে বাংলাদেশ দল সব শেষ ওয়ানডে খেলেছে গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজও সুখকর হয়নি। ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল দল। এমনকি দেশের মাটিতে এ বছর শুরুতে ত্রিদেশীয় সিরিজে (বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে) টানা তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করলেও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরে যায় বাজে ভাবে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ফরম্যাটেও এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় তিন বছর পর ক্যারিবীয় ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে দলে জায়গা পাননি দুই অলরাউন্ডার মারলন স্যামুয়েলস ও কার্লোস ব্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন ২০১৫’র নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। দারুণ অভিজ্ঞ রাসেল বিপিএলে খেলে বেশ ভালো করেই জানেন টাইগারদের সম্পর্কে। অন্যদিকে বাংলাদেশ দলে এবার নেই সৌম্য সরকার। ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন প্রতিভাবান এ তরুণ। তবে তার পরিবর্তে নিজেকে প্রামাণের অপেক্ষায় আছেন লিটন কুমার দাস। মূলত ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই ওয়ানডে দল গুছিয়ে নিতে চাইছে বাংলাদেশ ও ওয়ানডে দল। দেশে ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলেছেন এ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। তবে তার আগে সিরিজ বাঁচানোটাও এখন বড় চ্যালেঞ্জ অধিনায়কের সামনে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে