বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:৫১:০১

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছুঁতে ‘লজ্জা’ কান্তের

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছুঁতে ‘লজ্জা’ কান্তের

স্পোর্টস ডেস্ক: রোববার বিশ্বকাপের ফাইনাল শেষে ফরাসি খেলোয়াড়রা একে একে ট্রফি নিয়ে উচ্ছ্বাস করলেও কান্তে ট্রফি হাতে নিতে যেন লজ্জাবোধ করছিলেন। তিনি মুখ ফুটে একবারো কারো কাছে ট্রফি চাননি। শেষ পর্যন্ত ব্যাপারটি লক্ষ্য করে তার সতীর্থ স্টিফেন এনজোনজি প্রায় জোর করে কান্তের হাতে ট্রফি তুলে দেন।

ট্রফি হাতে নিলেও লজ্জার কারণে ক্যামেরার সামনে মুখ তুলে তাকাতে পারছিলেন না কান্তে। আলোকচিত্রীরা ছবি তোলার পর আবারো অন্যদের কাছে ট্রফি দিয়ে দেন তিনি। ফ্রান্সের খেলোয়াড়রা এরই মধ্যে কান্তেকে নিয়ে একটি গান রচনা করেন।
গানটি ছিলো, এনগোলো কন্তে, পা লা লা লা সে ছোটখাটো দুর্দান্ত একজন মানুষ। সতীর্থরা যখন গানটি গেয়ে উঠেন তখনই এটি বন্ধ করার জন্য বলেন লজ্জিত কান্তে। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের বাস ভবনের নিমন্ত্রণেও কান্তেকে নিয়ে এই গান করেন পল পগবারা।

বছর পাঁচেক আগেও ফ্রান্সের তৃতীয় বিভাগের এক ক্লাবে খেলতেন এনগোলো কান্তে। ২০১৪-তে দ্বিতীয় বিভাগ ও পরের বছর প্রথম বিভাগে খেলেন কান্তে। ২০১৫’র শেষের দিকে ইংলিশ ক্লাব লেস্টার সিটি তাকে দলে ভেড়ায়। ২০১৫-১৬ মৌসুমে সবাইকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয় লেস্টার সিটি।

দলটির ফুটবলার রিয়াদ মাহারেজ সেরা খেলোয়াড় হলে লেস্টারের হয়ে মাঝমাঠে সেরা কারিগর ছিলেন কান্তে। এর পরের বছরই নাম লেখান আরেক ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১৬-১৭ মৌসুমে চেলসিকে শিরোপা জেতান তিনি। ওই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কান্তে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে