বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১১:১৩:১৩

বাংলাদেশ এত খারাপ খেলার যে একটি সমস্যা ধরা পড়েছে মাশরাফির কাছে!

বাংলাদেশ এত খারাপ খেলার যে একটি সমস্যা ধরা পড়েছে মাশরাফির কাছে!

স্পোর্টস ডেস্ক: টেস্টের সাদা পোশাকে বাংলাদেশ যে এখনও সেভাবে পরিপক্ব হয়ে উঠতে পারেনি তাঁর সর্বশেষ প্রমাণ এবং উদাহরণ দেখা গিয়েছে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেই। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুইটিতেই যে কিভাবে নাকাল হয়েছে টাইগাররা সেটি এখন আর কারোই অজানা নয়। বোলিং কিছুটা ভালো হলেও পুরো সিরিজ জুড়েই বিবর্ণ ব্যাটিং উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেও স্বীকার করেছেন ব্যাটিং একেবারেই ভালো হয়নি সাকিবদের। যদিও স্ত্রী এবং মেয়ে অসুস্থ থাকায় সেভাবে পুরো খেলা দেখা হয়নি তাঁর। তবে এরপরেও ব্যাটিংয়ের দৈন্যদশা চোখ এড়ায়নি ম্যাশের। কিন্তু মাশরাফির বিশ্বাস এতটা খারাপ ব্যাটিং করার মতো দল বাংলাদেশ নয়। 

বাংলাদেশ এত খারাপ খেলার একটি সমস্যা ধরা পড়েছে মাশরাফির কাছে! মূলত মানসিকতায় কিছুটা সমস্যা দেখা দেয়ার কারণেই এই পরিণতি হয়েছে দলের বলে মনে করছেন অধিনায়ক। এই প্রসঙ্গে তাই বলছিলেন, 'খুব বেশি দেখতে পারিনি, স্ত্রী অসুস্থ, মেয়ে অসুস্থ। বিস্তারিত মন্তব্যে তাই যাব না। তবে এটুকু বলতে পারি, যেমন ব্যাটিং হয়েছে, ততটা বাজে আমরা নই। এখন জোর গলায় দাবি করলে হয়ত লোকে নেতিবাচকভাবে নেবে। 

তবে সত্যিটা হলো, আমরা টানা একশ-দেড়শতে আটকে থাকার দল নই। স্কিল একটা বড় ব্যাপার অবশ্যই। প্রথম টেস্ট যে উইকেটে হয়েছে, সে সব উইকেটে খেলার অভিজ্ঞতা সিনিয়র ব্যাটসম্যানদেরও ততটা নেই। তবে স্কিলের ঘাটতি ক্রিকেটে অনেকভাবেই পুষিয়ে দেওয়া যায়। আমার মনে হয়ে, মানসিকতায় আমরা পিছিয়ে ছিলাম।'

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য জানাটাই সবথেকে বড় বিষয় বলে মানছেন টাইগারদের এই প্রাণ ভোমরা। নিজেকে বুঝতে পারার মধ্যেই সাফল্য নিহিত আছে এটি সকলেই জানেন। আর সেই কথাটিই আরও একবার মনে করিয়ে দিলেন মাশরাফি। পাশাপাশি খারাপ সময়ের পর একটা সময় ভালো সময় আসবেই বলে জানালেন তিনি। আর এই কারণে হতাশ না হয়ে মানসিক দিক থেকে শক্ত থাকার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন,

'দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জরুরি হলো নিজেকে খুব ভালো করে জানা। প্রতিপক্ষের চেয়েও বেশি জরুরি নিজেকে নিয়ে ভাবা। একজন বোলারের বল হয়তো আপনি অনেক খেলেছেন। তার মানে এই নয়, তার সবকিছু আপনি জেনে ফেলেছেন। খুব ভালো একটি বলে আউট হতেই পারেন। কিন্তু আপনি নিজেকে জানলে ওই ব্যাপারগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। 

সাকিব, তামিম নিজেদের খুব ভালো চেনে। এই সিরিজটা হয়ত ভালো যায়নি। কোনো কিছুই পক্ষে আসছে না। ভালো সময়ের পর খারাপ সময় যেমন আসবেই, তেমনি খারাপের পর সুসময় আসাও অবধারিত। মানসিকতার কথা বারবার এই কারণে বলছি যে, মানসিকভাবে শক্ত থাকলে খারাপ সময়টা বেশি স্থায়ী হবে না।'

অবশ্য মানসিক দিক থেকে এভাবে ভেঙ্গে পরা একটি দলকে আবারো ছন্দে ফেরানোটা যে মুখের কথা নয় সেটি বলাই বাহুল্য। কিন্তু মাশরাফি এই কাজটিকে খুব বেশি কঠিন হিসেবে দেখতে নারাজ। বরং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো খেলতে পারলেই ক্রিকেটাররা চাঙ্গা হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর। তবে এই বদলে যাওয়ার বিষয়টি নিজেদেরকেই যে করতে হবে সেটিও স্পষ্টভাবে উল্লেখ করেছেন নড়াইল এক্সপ্রেস। তাঁর ভাষ্যমতে,

'কঠিন ভাবলে কঠিন। বলতে পারেন যে দার্শনিকের মতো কথা বলছি, কিন্তু সত্যিটা তো হলো এই যে দুনিয়ায় বেঁচে থাকাই অনেক কঠিন! তো এই খারাপ সময়কে এত কঠিন ভাবার কিছু নেই। আমার কাছে মনে হয়, সবকিছু বদলানো স্রেফ একটি মুহূর্ত বা একটি ঘটনার ব্যাপার। মনে করুন, প্রথম ওয়ানডেতে যদি আমরা আগে ব্যাট করি, যদি একশ রানের উদ্বোধনী জুটি হয়, কিংবা আগে বল করলাম, ১০০ রানের মধ্যে ৩-৪ উইকেট তুলে নিলাম, দেখা যাবে সবাই চাঙা হয়ে উঠবে। আমি ব্যাপারগুলো এভাবেই দেখি। একটা ঘটনাই অনেক সময় মানুষের জীবনই বদলে দেয়। একটা দলের বদলে যাওয়া সেই তুলনায় কিছুই না। তবে হ্যাঁ, সেই ঘটনা আমাদেরই ঘটাতে হবে। হয়তো নাও হতে পারে। কিন্তু সেই বিশ্বাসটা রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে