বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ০১:০১:১৭

রোমার গোলকিপারকে ৬২ মিলিয়ন ইউরো রেকর্ড ফি-তে চুক্তি প্রস্তাব

রোমার গোলকিপারকে ৬২ মিলিয়ন ইউরো রেকর্ড ফি-তে চুক্তি প্রস্তাব

স্পোর্টস ডেস্কঃ সাধারণত মধ্য মাঠ আর ডিফেন্সের খেলোয়াড়দের দিয়ে ক্লাব গুলোর মধ্যে টানাটানি দেখা যায়। বিশ্ব রেকর্ডের বদলি ফি দিয়ে খেলোয়াড়দের দলে ভেড়াতে দেখা যায়। কিরÍু এবার ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসনকে রেকর্ড পরিমাণ ৬২ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়াতে প্রস্তাব দিয়ে লিভারপুল আগের যেকোন গোলকিপারের ট্রান্সফার ফি ইতিহাস ভেঙ্গে দিয়েছে।

সর্বশেষ ফুটবল মওসুমে রোমা সেমিফাইনালের ম্যাচ ৭-৬ গোলের ব্যবধানে লিভারপুরের বিপক্ষে ম্যাচ হারে, সে ম্যাচে অ্যালিসন ছিল রোমার গোল পোস্টেও প্রহরী। তখন থেকেই লিভারপুরের কর্তাদের অ্যালিসনের দিকে দৃস্টি দিয়ে রেখেছেন। 

তবে লিভারপুরের ৬২ মিলিয়ান ইউরোর প্রস্তাবে সম্মতি জানায়নি রোমা। ৬৬ মিলিয়নের প্রস্তাব দিয়েছে রোমা, তবে এ প্রস্তাবে লিভাপুরের সম্মতি জানিয়ে বলে কোন তথ্য জানা যায়নি। ৬২ মিলিয়ন ইউরোরর প্রস্তাবের আগে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি এন্ডারসনকে ৪০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে ছিল।

১৯৯২ সালে জন্ম নেয়া অ্যালিসন বিগতদুই বছরের রোমার হয়ে ৩৭টি ম্যাচে অংশ নিয়েছে। সম্প্রতি তিনি রাশিয়া বিশ্বকাপ থেকে দেশে ফিরে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে