বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ০১:০৫:০৫

ডোপ টেস্টের সাজা শেষ করে দলে ফিরলেন অ্যান্ডু রাসেল

ডোপ টেস্টের সাজা শেষ করে দলে ফিরলেন অ্যান্ডু রাসেল

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়ার পেস বোলার ও ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত অ্যান্ডু রাসেল দলের ফিরেছেন। বিগ হিটার বলে খ্যাত রাসেল সহ ১৩ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এ বছর লর্ডসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় প্রস্তুতি ম্যাচের পর ডোপ টেস্টে ইতিবাচক রিপোর্ট পাওয়া গেলে রাসেল আইসিসি কর্তৃক বহিষ্কার হন। ২২ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচে রাসেলকে দেখাবে এটা এখন নিশ্চিত।

জ্যামাইকাতে জন্মগ্রহনকারী রাসেল ৫১টি ওয়ানডে ম্যাচে ৪টি ফিফটি ও বল হাতে ৬৪টি উইকেটের মালিক। যার মধ্যে তিনি ৬টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে আর ৫টি উইকেট শিকার করেছেন। 

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ স্টুয়ার্ড ল রাসেলের ফিরে আসা-টাকে ‘গ্রেড কাম ব্যাক’ বলে মন্তব্য করেছেন। বলেন, ‘রাসেলের ক্রিকেটীয় শক্তি ও এনার্জি দলের জন্য বিশাল একটি সম্পদ। এই সিরিজটাকে আমরা ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি হিসেবেই মনে করছি।’ অন্যদিকে কেমার রোচ ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজ দল ঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, সিমরন হিটমাইয়ার, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারিন জোসেফ, ইভিন লিউইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নুর্সি, ক্যামন পাউয়েল, কিরণ পোলার্ড, রোভম্যান পাওয়েল ও অ্যান্ডু রাসেল।
সূত্রঃ আইসিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে