বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ০৯:৫০:১৯

‘ইনজুরি’ অজুহাতে বাদ পড়লেন সামী!

‘ইনজুরি’ অজুহাতে বাদ পড়লেন সামী!

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় আদালত পেস তারকা মোহাম্মদ সামীর বিরুদ্ধে পরোয়ানা জারি করার ২৪ ঘন্টার মধ্যেই টেস্ট দল থেকে বাদ পড়লেন সামী। মুম্বাইয়ের নামি ট্যাবলয়েডে স্ত্রী হাসিন জাহানের বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড সামীকে টেস্ট দল থেকে বাদ দেয়ার ঘোষনা আইসিসিকে নিশ্চিত করে। দেশে ফিরে গেলেন সামী। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ অংশ নেয়া সামির মাথায় চিন্তার ভাঁজ আগে থেকেই ছিল। কারণ কাল ২০ সেপ্টেম্বর কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছে ভারতের আলিপুর আদালত। আর্থিক কারণে অভিযোগ জমা পড়েছে সামীর বিরুদ্ধে। স্ত্রী হাসিন স্বামী সামির বিরুদ্ধে মাসে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে খোরপোশের মামলা করেছিলেন। এপ্রিল মাসে দায়ের হওয়া সেই মামলার পরেই সামিকে ডেকে পাঠায় লালবাজার।

আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডে বার্তা উল্লেখ করে নিজস্ব ওয়েস সাইটে সংবাদ পরিবেশন করে। তাতে সামীর ইনজুরির কথা বলা হয়েছে। সামী ইনজুরির কারণে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ৩ টেস্ট ম্যাচে নেই। অথচ সামী চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশগ্রহন করেন। আদালতের মামলা আর তলবের ঘোষণার আগে সামীন কোন ইনজুরির খবর মিডিয়াতে প্রকাশিত হয়নি। আচমকাই সামীকে ইনজুরি আক্রান্ত ঘোষনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড পেসার বুমরাহকে দলে ডেকে পাঠায়। একটা বিষয় পরিস্কার চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সামী আর ফিরতে পারছেন না। এমনকি আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত সামীর দলে ফেরাটা নিশ্চিত নয়।

আদালতের শুনানিতে সামিকে ডাকা হয়েছে কাল ২০ সেপ্টেম্বর। চলতি বছরের মার্চ মাসেই স্বামী সামির বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। এবং পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে