শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১০:২১:৩১

প্রথম ওভারেই গেইলকে কুপোকাত করেন মোসাদ্দেক

প্রথম ওভারেই গেইলকে কুপোকাত করেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্কঃ কিংস্টনের সাবিনা পার্কে প্রস্তুতি ম্যাচে বল হাতে আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই মোসাদ্দেক হোসেন সাজঘরে ফিরিয়েছেন ভয়ঙ্কর ক্রিস গেইলকে। সফরকারী দলের তরুণ এই অফ-স্পিনারের বলে সরাসরি বোল্ড আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতায় ২৯ রান যোগ করেন গেইল।

বাঁহাতি এই ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়ার ফলে দলীয় ৫০ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের। এরপর ক্রিজে আসা নতুন ব্যাটসম্যানকে কির্তনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলে দলীয় ৭০ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

এর আগে টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদের আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরুতেই দলকে সাফল্য এনে দেন গতিতারকা রুবেল হোসেন। রানের খাতা খোলার আগেই প্রতিপক্ষ দলের অধিনায়ক চাডউইক ওয়ালটন’কে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ ধরানোর মধ্য দিয়ে শুরু হয় যার যাত্রার।

প্রসঙ্গত, গা-গরমের ম্যাচে দলের প্রাথমিক একাদশে না থাকলেও প্রস্তুতি সম্পন্নের স্বার্থে যেকোনো মুহূর্তে বোলিং কিংবা ব্যাটিংয়ে নামতে পারবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে নির্দিষ্ট ১১ জন ক্রিকেটারই ব্যাটিং কিংবা বোলিংয়ের সুযোগ পাবেন।

প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

ভাইস চ্যান্সেলর একাদশ: ক্রিস গেইল, চাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, ওশান ওয়ালটার্স, কাভেস হজ, নিকোলাস কির্তন, ভিকাশ মোহ্ন, জারলানি শ্রীলেস, ইয়ান্নিক অটলে এবং আমির জাঙ্গো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে