শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১০:৫৫:৫০

নতুন এমবাপ্পের দেখা মিলল আর্জেন্টিনায়!

নতুন এমবাপ্পের দেখা মিলল আর্জেন্টিনায়!

স্পোর্টস ডেস্কঃ ২২ মাস বয়স তার। ওজন ৯২০ কেজি। নামটা আবার এমবাপ্পে। সব মিলিয়ে বেশ গোলমেলে ব্যাপার। তবে ব্যাপারটা যতই গোলমেলে হোক না কেন, বিরাটাকার এমবাপ্পে কিন্তু নিছকই অবলা এক প্রাণী। তাতে কোনো গোলমাল নেই। আর্জেন্টিনায় আয়োজিত ১৩২তম কৃষি ও শিল্প মেলায় এই এমবাপ্পে কিন্তু প্রধান আকর্ষণ হয়ে দাঁড়াল। তাকে ঘিরে উত্সাহের শেষ নেই।

রাশিয়া বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন ১৯ বছরের ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে এই কমবয়সী ফুটবলারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেই কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা এখন ফ্রান্স ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়েছে। ক্লাব ফুটবলের পর দেশের ফুটবলেও এমবাপ্পের পায়ের জাদু দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। আর তাই লিওনেল মেসি, আগুয়েরো, ডি মারিয়ার মতো তারকাদের ছেড়ে আর্জেন্টিনার মানুষ মেতেছেন এমবাপ্পেকে নিয়ে।

৯২০ কেজি ওজনের ষাঁড়ের নাম এমবাপ্পে রাখার পিছনে আহামরি কোনও যুক্তি নেই। আর্জেন্টিনার কিউরেকো খামারে জন্ম নিয়েছিল এমবাপ্পে। লুসিয়ানো ট্রাপ্পা নামের এক ভদ্রলোক ছোট থেকে তার দেখাশোনা করেন। সেই লুসিয়ানো বলছেন, ‘ওর এত বড় আকার সত্যি অস্বাভাবিক। এরকম বিশালাকার ষাঁড় সচরাচর দেখা যায় না। তবে এমবাপ্পের এমন আকার হওয়ার পিছনে ওর পূর্বপুরুষদের জিনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ও আসলে হাইকোয়ালিটি ব্রিড। গোটা আর্জেন্টিনায় খুঁজলেও হয়তো এমবাপ্পের মতো এত বড় আকারের ষাঁড় পাওয়া যাবে না। আমরা ওকে কৃষি ও শিল্প মেলার উদ্বোধনের দিন সবার সামনে এনেছিলাম। মুহূর্তের মধ্যে ওকে নিয়ে মানুষের কৌতুহল বেড়ে গেল। বিশ্বকাপে দারুন পারফর্ম করা এমবাপের মতো আমাদের এই এমবাপ্পেও এখন খুব জনপ্রিয়।’

কিন্তু এমবাপ্পে নামটাই হঠাত্ কেন? লুসিয়ানো বলছিলেন, ‘বিশ্বকাপজয়ী দলের সেরা তারকাকে আমরা কুর্ণিশ জানাতে চেয়েছিলাম। এমবাপ্পের এই নামের পিছনে কোনো যুক্তি নেই। তবে ফুটবল ও বিশ্বকাপের প্রতি আমাদের প্রবল আকর্ষণ বোঝাতে এই উদ্যোগ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে