শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ০৮:৩৪:৪৩

‘প্রস্তুত’ আল-আমিন

‘প্রস্তুত’ আল-আমিন

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে নেই অনেকদিন হল। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন ইনজুরির কারণে। চোট থেকে ফিরে এসেও যেন খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। অবশেষে এইচপি দলের হয়ে সুযোগ পেয়েছেন পারফরম্যান্স প্রদর্শনের।

হ্যাঁ, বলা হচ্ছে জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য পেসার আল-আমিন হোসেনের কথা। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরা এই ক্রিকেটার ফেরার সুযোগ করে দিয়ে এইচপি দলে জায়গা করে দেওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞ।

আল-আমিনের মতে, হাই পারফরম্যান্স ইউনিটে জায়গা পাওয়ায় উন্নতি করা সহজ হয়েছে তার জন্য। আল-আমিন বলেন, ‘এইচপি দলের মতো একটি সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ায় আমার উন্নতি করা আরো সহজ হয়েছে। এখানে বোলিং, ফিল্ডিং এবং ফিটনেস তিন বিভাগেই ভালো উন্নতি করা যায়। আমার জন্য এটা ভালো একটা সুযোগ ছিল। সব মিলিয়ে ভালো যাচ্ছে আমার। ভালো একটা শেইপ-এ আছি।’

এইচপি দলের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দু’টি ম্যাচে খেলেছেন। ম্যাচ খেলে তার অনুধাবন, প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য রয়েছেন তিনি প্রস্তুত। আল-আমিন জানান, ‘আমার মনে হয় আগের থেকে এখন আরো ভালো ছন্দে আছি। অনুশীলনে নতুন বলে বল করেছি, পুরোনো বলেও বল করেছি। ম্যাচেও ধারাবাহিকভাবে নতুন ও পুরোনো বলে বল করেছি। সেখানে ভালোভাবে সফলও হয়েছি। সবকিছু মিলিয়ে আমার জন্য ভালোই হচ্ছে। আশা করছি যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য প্রস্তুত আছি আমি।’

আল-আমিন আরও জানান, এইচপি দলের ট্রেনার রিচার্ড স্টনিয়ার তাকে দারুণ সাহায্য করছেন। প্রথমবারের মত বাংলাদেশে কাজ করতে আসা এই ক্রীড়া ব্যক্তিত্ব বেশ জনপ্রিয় এবং কাজের জন্য সমাদৃত। বাংলাদেশে কাজ করতে এসেই তিনি জয় করেছেন ক্রিকেটারদের মন, যথারীতি আল-আমিনেরও। ২৮ বছর বয়সী আল-আমিন আরও বলেন, ‘এখন আমি সুযোগের অপেক্ষায় আছি। জাতীয় দল হোক বা ‘এ’ দল হোক, আমি খুব শিগগির সেই সুযোগটা কাজে লাগিয়ে দলে জায়গা করে নিব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে