শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ০৮:৩৯:২০

এবার টেস্টের জন্য আলাদা দল গঠন করবে বিসিবি!

এবার টেস্টের জন্য আলাদা দল গঠন করবে বিসিবি!

স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে টেস্টে বাজে সময় কাটছে বাংলাদেশ দলের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি ‘ড্র’ করলেও দ্বিতীয়টি হারে বাংলাদেশ। সম্প্রতি উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুইটিতেই বাজেভাবে হেরেছে সাকিব, মুশফিকরা। মূলত বাজে ব্যাটিংয়ের কারণে খেসারত দিতে হয়েছে দলকে। ব্যাটসম্যানরা অনুজ্জ্বল থাকলেও বোলাররা ছিলেন বেশ সফল।

বাংলাদেশের শেষ ৬ টেস্টের পাঁচটিতেই হেরেছে তারা। একটি ‘ড্র’ সেটিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্টে এমন ভরাডুবির কারণে আলাদাভাবে ভাবাচ্ছে বিসিবিকে। মূলত সীমিত ওভারের অধিকাংশ ক্রিকেটারই খেলেন টেস্টে। অন্যান্য দেশে তিন ফরম্যাটের জন্য রয়েছে আলাদা দল। সেখানে বাংলাদেশ উলটো। তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ খেলছেন তিন ফরম্যাটেই।

সুযোগ আসলে সাব্বির, মোসাদ্দেকরাও খেলেন সব ফরম্যাটে। সীমিত ওভারের অধিকাংশ ক্রিকেটার সাদা পোশাকের ক্রিকেটে খেলাতে কী মানিতে নিতে সমস্যা হচ্ছে ক্রিকেটারদের? সেটি নিয়েও নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। দলের এমন ভরাডুবির কারণে টেস্টে আলাদা দল গঠন করার কথা ভাবছে বিসিবি। এর আগে তিন ফরম্যাটে আলাদা ক্রিকেটার খেলানোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেটি গুজবই থেকে যায়।

তবে এবার নড়েচড়ে বসেছে বিসিবি। সম্প্রতি সময়ে টেস্টের পারফরম্যান্স টেস্ট নিয়ে আলাদা করে ভাবছে বিসিবি। আজ সকালে রাশিয়া থেকে ফিরে ভৈরবে নিজের বাসভবনে টেস্টের জন্য আলাদা দল গঠন করার জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সেই সাথে বাইরের দেশে গিয়ে যাতে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে দল তেমন পিচ বানানোর কথা জানান তিনি।

‘বাংলাদেশে টেস্ট ম্যাচের জন্য আলাদা দল গঠন করতে হবে। টেস্ট খেলাটা অনেক কঠিন। বাংলাদেশ দলের নিজ দেশের পিচে অভিজ্ঞতা বেশি। বাইরের দেশের পিচে খেলা অনেক চ্যালেঞ্জ হয়ে পড়ে খেলোয়ারদের। সাধারণত আমাদের দেশের পিচ আর বাইরের দেশের পিচের মধ্যে পার্থক্য রয়েছে। তাই আমাদের দেশে সে ধরনের। পিচ তৈরি করে অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টা চালানো হবে বলে।’

তবে টেস্টের জন্য যে আলাদা দল গঠন করতে হলে পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার থাকা প্রয়োজন সেটি কী রয়েছে বিসিবির? হাতেগোনা কয়েকজন বাদে নেই কোন তেমন ক্রিকেটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে