শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ০৮:৪৩:১৬

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্কঃ আগামী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপের আসর শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় বাংলাদেশ। আর এজন্য বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের সাথে চলছে বিসিবির আলোচনা।

এমনটাই জানিয়েছেন দেশের নারী ক্রিকেটের পথিকৃৎ এবং বিসিবির গেম দেভেলপমেন্ত কমিটির সাবেক ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপের আগে যে ৩ মাস সময় হাতে আছে, এই সময়ের মধ্যে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মানবজমিনকে তিনি বলেন, ‘প্রাপ্তিগুলো সব সময় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এখন আমাদের সামনে বিশ্বকাপ। হাতে ৩ মাস সময় আছে। তবে আমরা বসে থাকছি না।’

বড় আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি-পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগস্টের শুরুতেই লম্বা সময়ের জন্য ক্যাম্প শুরু করবো। এরপর একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা হচ্ছে। এখনো চূড়ান্ত হয়নি।’

দ্বিপাক্ষিক সিরিজ বা কন্ডিশনিং ক্যাম্প তো আছেই। বিশ্বকাপের ভেন্যুর সাথে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের দশ দিন আগেই সেখানে পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে দলের। ফাহিম বলেন, ‘এছাড়াও আমাদের শতভাগ চেষ্টা থাকবে যেন ওয়েস্ট ইন্ডিজে (উইন্ডিজে) অন্তত ১০ দিন আগে যেতে পারি। সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলবে দল। মূল উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া।’

ক’দিন আগেও বাংলাদেশ নারী দলের জন্য সাফল্য যেন ছিল মরীচিকা। অথচ ফাহিম  দলটির দেখভাল করা শুরু করার পর প্রেক্ষাপট বদলে গেছে রূপকথার গল্পের মত। এর কারণ কী? ফাহিমের উত্তর, ‘আসলে আমি যখন দায়িত্ব নিলাম তখন দুটি দুর্বলতা আমার চোখে পড়ে। একটি হল ফিল্ডিংয়ে অন্যটি ব্যাটিং। কিন্তু এ দলটিই কিন্তু এখন সেখানে উন্নতি করেছে, তার মনে সমস্যা ছিল আরেকটি সেটি হলো মানসিকতায়। ওরা নিজেদের একটি ছোট দল বা খর্ব শক্তির দল মনে করতো। ওরা যে চাইলে পারে সেই আত্মবিশ্বাসটিই ছিল না। আমরা এখানে পরিবর্তন আনি প্রথম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে