শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ০৮:৫০:৩৩

এবার শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল কাপ

 এবার শুরু হচ্ছে  ইন্টারন্যাশনাল কাপ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলের রমরমা আসর শেষে আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কাপ। সেই কপাএ মাঠে নামতে যাচ্ছে বড় ক্লাবগুলো। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল।

প্রিমিয়ার লিগ থেকে ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল এবং টটেনহ্যাম খেলবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে। অন্যদিকে স্প্যানিশ লিগ থেকে খেলবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডু খেলবে এই প্রতিযোগিতায়। ইতালির সিরি আ থেকে জুভেন্টাস, রোমা, ইন্টার এবং এসি মিলান থাকবে এই প্রতিযোগিতায়। ফ্রান্সের পিএসজি এবং লিওন অংশ নেবে এই কাপ প্রতিযোগিতায়। প্রথম ম্যাচে শনিবার মাঠে নামবে ম্যানসিটি এবং বরুসিয়া ডর্টমুন্ডু। স্প্যানিশ ক্লাবের মধ্যে বার্সেলোনা প্রথম মাঠে নামবে। কাতালান ক্লাবটি ২২ জুলাই টটেনহ্যামের মুখোমুখি হবে। রিয়াল মাদ্রিদ মঙ্গলবার খেলবে ম্যানইউয়ের বিপক্ষে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে বৃহস্পতিবার।

ইন্টারন্যাশনাল কাপ শুরু হয় ২০০৯ সাল থেকে। সেই কাপের নাম পরিবর্তন হয় ২০১৩ সালে। এই আসরের সবচেয়ে বেশিরভাগ শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ। ২০১১,১২,১৩ এবং ২০১৫ সালে শিরোপা ঘরে তুলে দলটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে