শনিবার, ২১ জুলাই, ২০১৮, ০১:৩৩:০৪

ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ৫ জন গোলকিপার

ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ৫ জন গোলকিপার

স্পোর্টস ডেস্ক : একজন গোলকিপারই একটি দলের ভারসাম্যর কাঠি হয়ে দাঁড়ায়। ক্লাব ইতিহাসেও এমন গোলকিপার সংখ্যা বেশ বেহি। কিছুদিন আগেই ব্রাজিলের নতুন গোলকিপার অ্যালিসন লিভারপুলে যোগ দিয়ে গড়েছেন এক অনান্য রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্য্যবহুল ৫ জন গোলকিপারকেঃ

অ্যালিসন(৬৫ মিলিয়ন)ঃ কিছুদিন আগেই রোমার সাথে রেকর্ড ৬৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে লিভারপুলে পাড়ি জমান ব্রাজিলের এই নম্বর ওয়ান গোলকিপার।

এডারসন(৩৫ মিলিয়ন)ঃ যদিও অ্যালিসন বেকারের জন্য জাতীয় দলে জায়গা পান না তিনি, তারপরেও ম্যানসিটি তাকে ৩৫ মিলিয়নের বিনিময়ে দলে ভিড়িয়েছেন।

বুফন(৩২.৬ মিলিয়ন)ঃ জুভেন্টাসের হয়ে চুক্তি গুচিয়ে নতুন ক্লাব পিএসজিতে প্রায় ৩৩ মিলিয়ন ইউরোতে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হোন বুফন।

পিকফোর্ড(২৫ মিলিয়ন)ঃ ইংল্যান্ডের বর্তমান ন্মবর ওয়ান গোলকিপারকে এভারটন সান্ডারল্যান্ড থেকে ৩২ মিলিয়ন নিয়ে কিনে নেয়।

ম্যানুয়েল নূয়্যর(২১ মিলিয়ন)ঃ ২০১৪ বিশ্বকাপের সেরা এই গোলকিপার বর্তমানে ২১ মিলিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে