শনিবার, ২১ জুলাই, ২০১৮, ০৩:০৯:৩৭

দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলের হয়ে ডাক পেতে যাচ্ছেন যিনি

দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলের হয়ে ডাক পেতে যাচ্ছেন যিনি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১ মাসের সফরে বাংলাদেশ দল এখন উইণ্ডিজে। ক্যারবীয় দ্বীপে ওয়ানডে সিরিজের পরই শুরু হবে টি-২০ সিরিজ। সেই সিরিজেই বাংলাদেশ দলের হয়ে দীর্ঘ ৩ বছর পরে ডাক পেতে যাচ্ছেন সোহাগ গাজী।

এমনটাই বোঝা গেল বিসিবির প্রধান নির্বাচকের মুখ থেকে। এই ব্যাপারে নান্নু বলেন ,’ “সোহাগকে আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করছি। এর মধ্যে ওর ভিসা করতেও দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে নিতে চাই ওর ফিটনেস আর বোলিংয়ের অবস্থা। তাই ‘এ’ দলে রেখেছি।”

সীমিত ওভারের ক্রিকেটে একজন কার্যকর অফ স্পিনার পাওয়ার তাগিদেই সোহাগের দিকে আবার তাকানো, বললেন প্রধান নির্বাচক। “একজন ভালো অফ স্পিনার খুঁজছি আমরা। টেস্টে মিরাজ দারুণ বোলিং করছে। 

তবে সংক্ষিপ্ত সংস্করণে আরও উন্নতি করতে হবে ওকে। আরেক অফ স্পিনার নাঈম হাসান বেশ ভালো বোলিং করছে। তবে ওর বয়স এখনও অনেক কম, আরেকটু পরিণত হোক।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে