রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১২:১৩:৫৫

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ নিজেদের টেস্ট ব্যর্থতা ঝেড়ে ফেলে পুরো শক্তির বাংলাদেশ দল গেইলদের মোকাবেলা করবে। এবার ওয়ানডেতে সম্মান পুনরুদ্ধারের প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠ নামছে বাংলাদেশ। রবিবার সন্ধ্যায় গায়ানায় প্রথম ওয়ানডে মুখোমুখি হবে এই দুদল।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুটি পরিবর্তন থাকছেই বাংলাদেশ দলে। মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন থাকছেন না বাংলাদেশের একাদশে। তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। এছাড়া ওপেনিংয়ে তামিমের সঙ্গে এনামুল হক বিজয় কিংবা নাজমুল হোসেন শান্তকেও ভাবনায় রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে সাব্বির রহমান ও মোসাদ্দক হোসেন সৈকতের ওপরই মিডল অর্ডারে ভরসা রাখছে বাংলাদেশ। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গী হবেন মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল ইসলাম অপু।

প্রথম ওয়ানডেতেই নামছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পেস আক্রমণে এদিন তার সঙ্গী হবেন রুবেল হোসেন। আর দলনেতা মাশরাফি বিন মুর্তজা তো থাকছেনই। সেক্ষেত্রে আবু জায়েদ রাহী, আবু হায়দার রনিদের অপেক্ষা আরও বাড়ছে।

অন্যদিকে উইন্ডিজ দলে থাকছে তিনটি পরিবর্তন। মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েট ও কেমার রোচ নেই বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের বর্তমান স্কোয়াডে। একাদশে দেখা যেতে পারে আন্দ্রে রাসেল, কিমু পল ও আলজারি জোসেফকে।

ইনিংসের গোড়াপত্তন করবেন দুই বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। মিডল অর্ডারে থাকছেন শাই হোপ, কাইরন পাওয়েল, শিমরন হিটমেয়ার, জেসন হোল্ডাররা। অলরাউন্ডার হিসেবে রাসেলের থাকা নিশ্চিত। বোলিং আক্রমণে থাকবেন দেবেন্দ্র বিশু, কিমু পল, জোসেফরা।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস/এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ/নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, কাইরল পাওয়েল, শিমরিন হিটমেয়ার, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, কিমু পল ও আলজারি জোসেফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে