সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ০৪:০৮:৫৩

জাদুকরী পারফরম্যান্স, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

  জাদুকরী পারফরম্যান্স, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ সংগ্রহ করতে পারে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। দু’জেনের বোঝপড়ায় সিঙ্গেলস, ডাবলস ও বাউন্ডারিতে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিল জ্যাসন হোল্ডারদের ইনিংস। কিন্তু হঠাৎই খেই হারালেন লুইস।

নবম ওভারে মাশরাফির ৪র্থ বলটি মিড অফে উঠিয়ে দিলে সেখান থেকে তা মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করলে ১৭ রানে ফিরে যান এ ওপেনার। দ্বিতীয় উইকেটের শিকারি রুবেল হোসেন। নিজের প্রথম ওভারের একেবারে প্রথম বলেই এলবি’র ফাঁদে ফেলেন শেই হোপকে (০৬ রান)।

এরপর ২২তম ওভারে রান আউট হন ‘দানব’ গেইল। ওই ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের তৃতীয় বলটি শিমরন হেটমেয়ার শর্ট থার্ডম্যানে ঠেলে দৌড়ের সংকেত না দিলেও ক্রিজের ওই প্রান্ত থেকে দৌড়ে পিচের মাঝ বরাবর চলে আসেন গেইল। শর্ট থার্ডম্যান থেকে ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বল মোসাদ্দেকের হাতে দিলে তিনি তা স্ট্যাম্পে ছুঁড়ে দেন এবং ব্যক্তিগত ৪০ রানে (৬০ বল) নিজের ইনিংসের সলিল সমাধি ঘটান গেইল।

চতুর্থ ব্যাটসম্যান জ্যাসন মোহাম্মেদকে মেহেদি হাসান মিরাজের বল থেকে স্ট্যাম্পড করেন মুশফিকুর রহিম।

এরপর মোস্তাফিজুর রহমান পরপর দুই বলে হেটমেয়ার ও পাওয়েলকে সাজঘরে ফেরান। পরের ওভারেই মাশরাফির শিকার হন হোল্ডার।

এরপরও চলতে থাকে টাইগার দলপতির শিকার। ভয়ংকর আন্দ্রে রাসেল ও নার্সকে সাজঘরে ফেরান তিনি।

শেষ উইকেট জুটিতে জোসেফ এবং বিশু কিছুটা প্রতিরোধ গড়লেও তারা শুধুমাত্র পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছেন। শেষ পর্যন্ত তারা অপরাজিত থেকে মাঠ ছাড়লেও জয় সঙ্গে নিয়ে যেতে পারেননি।

এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এমন জাদুকরী পারফরম্যান্সের পর কে বলবে টেস্ট সিরিজে ভরাডুবি ঘটেছিল ওদের?

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ২৭৯/৪, ৫০ ওভার
তামিম ১৩০*, সাকিব ৯৭, মুশফিক ৩০
বিশু ২/৫২, হোল্ডার ১/৪৭

উইন্ডিজ ২৩১/৯, ৫০ ওভার
হেটমেয়ার ৫২, গেইল ৪০, জোসেফ ২৯*, বিশু ২৯*
মাশরাফি ৪/৩৭, মুস্তাফিজ ২/২৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে