সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১০:২৭:৫১

প্রায় দুই বছর পর ম্যাশ

প্রায় দুই বছর পর ম্যাশ

স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে জ্বলে উঠলেন। বাংলাদেশ ক্রিকেটের মডেল বলা হয় তাঁকে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। চলতি টেস্ট সিরিজে যখন বাংাদেশ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে হোয়াইটওয়াশ হলো তখন বার বার ম্যাশের নামটাই ক্রিকেটাঙ্গনে উচ্চারিত হয়েছে। কেন? এর জবাব ম্যাশ মধ্য রাতে প্রোভিডেন্স স্টেডিয়ামের ২২ গজি উইকেটেই দিয়েছেন।

টেস্ট আর টি-২০ থেকে বহু আগেই অবসওে যাওয়া মাশরাফি এখন ওয়ানডে ক্যারিয়ারের শেস বেলায় দাঁড়িয়ে আছেন। খেলে ফেলেছেন ১৮৮ ওয়ানডে ম্যাচ, ঝুলিতে জমা করেছেন ২৪২ উইকেট। ২০১৬ সালের ৯ অক্টোবর মিরপুরের উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে ৮.৪ ওভারে ২৯ রানে ৪ উইকেটে শিকারের পর টানা প্রায় দুই বছর আর বল হাতে সেভাবে জ্বলে উঠা হয়নি। পড়ন্ত বিকেলে আবারো নতুন করে নিজেকে চেনালেন ম্যাশ। ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়ে ক্রিজে বল হাতে নামলেন ম্যাশ। স্বাগতিকদের উইকেট পকেটে জমা করার মিশনটা তিনিই প্রথম শুরু করলেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪৮ রানের জয়ে মাশরাফি শিকার করলেন ৪ উইকেট। উল্লেখ, মাশরাফি ১৮৮ ওয়ানডে ম্যাচে ১১৬টি মেডেন দিয়ে ৭৪৫৮ রানের বিনিময়ে ২৪২ উইকেটের মালিক হলেন। ৪ উইকেট শিকার করেছেন মোট সাত বার আর ৫ উইকেট এক বার শিকারের কৃতিত্ব দেখিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে