সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১০:৩০:০৮

বিশেষ কিছু না, এটা দলীয় ঐক্য-মাশরাফি

বিশেষ কিছু না, এটা দলীয় ঐক্য-মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ চলতি সিরিজে টেস্টে বাজে হারের পর মাশরাফি দলের অধিনায়ক হিসেবে যোগ দিলেন। ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে দিয়ে বাংলাদেশ টেস্ট হারের পাল্টা জবাবটা দিয়েছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। মাশরাফি প্রোভিডেন্সের উইকেটে মাঠে নামার পর দেখা গেল অন্য এক বাংলাদেশকে। তাই ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মাশরাফি উপস্থাপক প্রশ্ন ছুঁড়ে দেলেন, ‘টেস্টে যে বাংলাদেশকে দেখা গেছে, সে বাংলাদেশ এটা নয়, আপনি এলেন আর বদলে গেল বাংলাদেশ, এর ভেতর বিশেষ কিছু কি আছে?’

জবাবে হেসে দিয়ে মাশরাফি বিনয়ী ভাবেই জবাব দিলেন। বলেন, ‘আসলে এতে বিশেষ কিছু নেই। এটা দলীয় ঐক্য। আমার একটি দল হিসেবে খেলার চেস্টা করেছি। আজকের ম্যাচে তামিম আর সাকিবের ব্যাটিং দুর্দান্ত হয়েছে। সঙ্গে শেষ দিকে মুশফিকের ঝড়ো ব্যাটিং দলের রান বাড়িয়ে দিয়েছে। এছাড়া আমাদের বোলিং বিভাগও সেরাটা খেলার চেস্টা করেছে। টিম কম্বিনেশনেই আজ আমরা জয় পেয়েছি।’ উল্লেখ, ম্যাচে মাশরাফি ১০ ওভারে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে