সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ০৩:৪৪:৩০

শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্কঃ ধর্ষণে যুক্ত থাকার অভিযোগে নির্বাসিত সিংহলি ক্রিকেটার ধনুষ্কা গুনাথিলকা। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার পর নাকি হোটেলে বিদেশি মহিলা ডেকে এনে এক বন্ধুর সঙ্গে ছিলেন এই ক্রিকেটার। সেই মহিলা গুনাথিলকার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। 

এরপরই গুনথিলকার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার ধর্ষণের দিন হোটেলেই অভিযুক্ত বন্ধুর সঙ্গে গুনথিলকা একই ঘরে ছিলেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সিংহলি ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও। গ্রেফতার হওয়া গুনথিলকার বন্ধু শ্রীলঙ্কার বংশভূত, সেই সঙ্গে তার কাছে ব্রিটিশ পাসপোর্ট থাকার উল্লেখ করেছেন অভিযোগকারিণী মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিদেশি মহিলা নরওয়ের বাসিন্দা। ক্রিকেটারের বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ঐ মহিলা।

এর আগেও আইসিসি’র আচরণবিধি ভঙ্গ করার অপরাধে শ্রীলঙ্কান ক্রিকেটার গুনথিলকাকে অতীতে শান্তি পেতে হয়েছে। এবার ধর্ষণকান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে নির্বাসিত করল সিংহলি ক্রিকেট বোর্ড। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের মাটিতে হওয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবালকে সেন্ড অফ করে বিতর্ক জড়ান এই ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে আইসিসি’র ইলেভেন ওয়ান আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছিল। শান্তি হিসেবে তাঁর ডেমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। এবার অবশ্য আরও বড় শান্তি মুখে সিংহলি ক্রিকেটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে