বৃহস্পতিবার, ০৯ আগস্ট, ২০১৮, ০৩:০৭:১১

মুমিনুলের রেকর্ড বন্যা

মুমিনুলের রেকর্ড বন্যা

স্পোর্টস ডেস্কঃ লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন মুমিনুল হক। গতকাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১৮২ রানের ইনিংস খেলেন তিনি। এ ইনিংস খেলার পথে ১৩৩ বলে ২৭টি চার ও তিনটি ছক্কা হাঁকান টেস্টের তকমা পাওয়া এই টপঅর্ডার ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ছিল নাগালে। গত বছর ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে রকিবুল হাসান করেছিলেন ১৯০ রান।

মুমিনুল যখন রান আউট হলেন ১৮২ রানে, ইনিংসের তখনও বাকি ৫ ওভার। দেশের বাইরে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল ২০০৯ সালে জিম্বাবুয়েতে তামিম ইকবালের ১৫৪ রান। মুমিনুলের ব্যাটে এদিন রেকর্ড হয়েছে আরো। ডাবলিনে এদিন তার ব্যাটে এসেছে ২৭ চার, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে অনায়াসেই বাংলাদেশের রেকর্ড। ২০১৩ ঢাকা প্রিমিয়ার লীগে নাফীস ইকবালের ২১ চার ছিল আগের রেকর্ড। পাশাপাশি এদিন ৩টি ছক্কাও মেরেছেন মুমিনুল। তিন নম্বরে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৫৫ রান। ২০০৭ সালে জাতীয় লীগের ওয়ানডেতে ঢাকার হয়ে খুলনার বিপক্ষে যে ইনিংস খেলেছিলেন মেহরাব হোসেন।

মুমিনুলের রেকর্ড গড়া ইনিংসের পাশে এদিন ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। ওপেনার জাকির হাসান করেছেন ৭৯ রান। বাংলাদেশ ‘এ’ দল ৫০ ওভারে তুলেছে ৪ উইকেটে ৩৮৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে যা দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে ঢাকা লীগে আবাহনীর ৩৯৩ রান সর্বোচ্চ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় রয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পণ্ড হয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে আর তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ড জয় পায় ৩৪ রানে। 

আগামীকাল সিরিজের পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগামী ১৩ই আগস্ট শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে