শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩:৩০

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে চিন্তিত পাপন!

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে চিন্তিত পাপন!

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটারদের টানা খেলা নিয়ে বহুবার আলোচনা-সমালোচনা হয়েছে। কারণ ক্রিকেটাররা বিশ্রাম না পেলে মাঠে পারফমেন্স শত ভাগ করতে পারছে না। এছাড়া ইনজুরির আশংকাতো আছেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহু ক্রিকেটার টানা খেলার কারণে ইনজুরির শিকার হয়েছেন। এ নিয়ে নতুন করে চিন্তিত বিসিবি। কারণ ২০১৯ সালের বিশ্বকাপ আসরের আগে কোন ভাবেই বিসিবি সেরা খেলোয়াড়দের ইনজুরিতে আক্রান্ত হতে দিতে রাজী নয়। এ বছর টানা আন্তর্জাতিক সিািডউল নিয়েই বিসিবি সভাপতি নাজপুল হাসান পাপন নিন্তিত।

আগামী মাসের মধ্যে ভাগে এশিয়া কাপে অংশ নেবে মাশরাফিরা, এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ অক্টোবরে, মধ্য নভেম্বর থেকে ডিসেম্বও অবদি ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে। তারপর তো সেই বিপিএল, নতুন বছরে জাতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে, এরপর টানা বিশ্বকাপ প্রস্তুতি পর্ব। তাহলে ক্রিকেটারদের বিশ্রাম কোথায়? প্রশ্নটি খোদ বিসিবি সভাপতি নিজের মুখেই বলেছেন।

বিসিবি সভাপতি পাপন বিশ্রামের প্রসঙ্গ সামনে এনে বলেছেন, টেস্ট উন্নতি করতে তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা হবে। আমাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট কজন খেলে? চার দিনের ম্যাচ না খেললে পাঁচ দিন খেলবে কি করে? ওরা চায় না খেলতে। তবে আমরা চেষ্টা করব ওদের খেলানোর। তবে যে লম্বা সূচি আমাদের, কোচ ও ক্রিকেটারদের বিশ্রাম কখন দেব, সেটা নিয়েই চিন্তা করে পারছি না! 

এত খেলা, এত সফর, এই ধকল কীভাবে সামলাবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন, সাকিবের মতো ক্রিকেটারের বিরতি দরকার। ও যদি টেস্ট খেলে, ওয়ানডে টি-টোয়েন্টিও খেলে এবং টানা খেলে, তাহলে কখন বিরতি দেব? আবার বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলবে। ওদের জন্য তাই সময় বের করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে