শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ১২:৩১:৪৮

‘লিটন বা সৌম্য, ওরা কেউ ধারাবাহিক না’

 ‘লিটন বা সৌম্য, ওরা কেউ ধারাবাহিক না’

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের যোগ্য সঙ্গীর খোঁজে এখনও বাংলাদেশ। অনেক ব্যাটসম্যানকে দিয়ে চেষ্টা করা হলেও কেউ ধারাবাহিকভাবে ভালো করতে পারছেন না। তাই, আসন্ন হোম সিরিজে নতুন কাউকে দিয়ে চেষ্টা চালাবে বিসিবি, এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল (৯ আগস্ট) উইন্ডিজের পূর্ণাজ্ঞ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরপর কোচের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। সেখানে বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তামিমের ওপেনিং সঙ্গীর বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিসিবি সভাপতির ভাষ্য, লিটন বা সৌম্য, ওরা কেউ ধারাবাহিক না।

উইন্ডিজ সিরিজে টেস্টে তামিমের সঙ্গে প্রথমবারের মতো লিটনকে ওপেনিংয়ে চেষ্টা করা হয়। তবে খুব বেশি সুবিধা করতে পারেন নি। চার ইনিংস মিলে করেছেন ৭২ রান। একদিনের ক্রিকেটে আবার সুযোগ পাননি লিটন। তবে টি-টোয়েন্টির তিন ম্যাচে করেছেন ৮৬ রান। শেষ ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। এর পূর্বে নিদাহাস ট্রফিতেও ব্যর্থ লিটন যেন হঠাতই জ্বলে উঠেন। রান পেলেও ধারাবাহিকতা নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। একই দশা সৌম্য সরকারের। এখনও যেন নিজেকে খুঁজছেন এই বামহাতি ব্যাটসম্যান।

নাজমুল হাসান পাপনের কন্ঠেও যেন সেই আক্ষেপ, ‘ওপেনিংয়ে লিটন নিদাহাস ট্রফিতে একটা ম্যাচে অসম্ভব সুন্দর ব্যাট করেছিল। আমরা জিতেছিলাম ২০০ রান তাড়া করে। এবার শেষ ম্যাচেও লিটন দারুণ ব্যাট করেছে। তবে লিটন বলেন বা সৌম্য, ওরা ধারাবাহিক না। অবশ্যই এখানে সুযোগ আছে আরও কেউ আছে কিনা তা দেখার! তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সে কারণেই কোচ ও নির্বাচকরা মিলে ৩০ জনের একটা তালিকা করেছে। সামনে যে সিরিজ হবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওখানে নতুন ছেলে ঢোকানোর সুযোগ আছে। ঢুকবে কি না জানি না। তবে সুযোগ আছে। চেষ্টা করবো।’

আসন্ন এশিয়া কাপে দলে নতুন ক্রিকেটারের দেখা যেতে পারে, এমনটিই ইঙ্গিত দিয়েছেন পাপন, ‘মুস্তাফিজ কামব্যাক করেছে সুন্দরভাবে। এমনকি রনি ভালো করেছে। লিটন দাস শেষ ম্যাচে যে ইনিংস খেলেছে সেটাও কোচের মনে দাগ কেটেছে। মুস্তাফিজ ছাড়া সবারই এখনও কেবল শুরুর পর্যায়; কিন্তু তাদের সম্ভাবনা দেখে সে আশ্বস্ত হয়েছে যে, বাংলাদেশে নতুন নতুন ক্রিকেটার আছে। সামনে এশিয়া কাপে সে যে দলটি করতে চায়, ৩০ সদস্যের, যাতে আরও নতুন ক্রিকেটার দেখতে পারে। আমরা বলেছি সমস্যা নাই।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে